আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর কাটিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। এক যুগে খেলা ৫৪ টেস্টে জয়ের স্বাদ পেয়েছেন আটটিতে। এই আটটি জয়ের ছয়টিই আবার গত তিন বছরে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উন্নতির লেখচিত্রের সঙ্গে টেস্টের গ্রাফটাও ঊর্ধ্বমুখী। দীর্ঘ ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে মুশফিকের। অবশ্য শুধু তিনি নন, বর্তমান দলের সবারই একই অভিজ্ঞতা হতে যাচ্ছে—অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলা। মুশফিক বললেন, ‘সবার সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে, অস্ট্রেলিয়া বাদ ছিল। শুধু আমার জন্য নয়, আমাদের দলের জন্য বড় সুযোগ। সবাই রোমাঞ্চিত। তবে সবাই জানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটা ভালোভাবে শেষ করতে পারলে ওই আক্ষেপ আর থাকবে না। পরে আবার কবে সুযোগ হবে, সেটা তো বলা যায় না। ১২ বছরে টেস্টে অনেক কিছু শিখেছি। চেষ্টা করব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফলটা আমাদের পক্ষে আনতে।’ গত অক্টোবরে দেশের মাঠে ইংল্যান্ডের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্রয়ের পর মার্চে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কানদের বিপক্ষে সিরিজে ১-১ সমতা। ক্রিকেটের বড় দৈর্ঘ্যে বাংলাদেশের ক্রম উন্নতির কিছু কারণ খুঁজে পেয়েছেন মুশফিক, ‘একটা ...
Cricket,football,life style,Enterrtainments, Health tips Etc..