Skip to main content

Posts

Showing posts from September, 2017

, ছক্কায় শেষ

  তামিম ইকবাল যখন ব্যাটিং করতে নেমেছেন, ততক্ষণে দলের স্কোর হয়ে গেছে ৩ উইকেটে ১০৩। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমেছেন তামিম। দলের ব্যাটিং বিপর্যয়ে নামার অভিজ্ঞতাও তাঁর প্রথম। সেটি সামাল দেওয়ার কাজটা খারাপও করেননি। তামিমের অপরাজিত ২২ আর আজ ২৭-এ পা দেওয়া মুমিনুল হকের ২৮ রান আশা দিচ্ছে বাংলাদেশকে।   দিনের শেষ বলটাই উড়িয়ে মেরেছেন তামিম। না মারলেও হতো। তবে ছক্কা দিয়ে হয়তো একটা বার্তা পাঠিয়ে রাখতে চাইলেন। এর আগে বাংলাদেশের শুরুটা হয়েছিল ব্যাটসম্যানদের অক্কায়। ১৬ রানে প্রথম উইকেট, ৩৬ রানে দ্বিতীয়, মুশফিকের সহজ ক্যাচটা এলগার স্লিপে নিতে পারলে বাংলাদেশের স্কোর হয়ে যেত ৩ উইকেটে ৫১! শেষ পর্যন্ত দিনটা ৩ উইকেটে ১২৭ রান তুলে শেষ করলেও ফলো অন এড়াতে বাংলাদেশকে এখনো করতে হবে ১৭০ রান। প্রথম ইনিংসে পিছিয়ে তারা ৩৬৯ রানে। মেঘলা আকাশ আর প্রতিপক্ষের দীর্ঘ সময় ফিল্ডিংয়ের ক্লান্তিকে কাজে লাগাতে হয়তো চা-বিরতির পরই হুট করে ৩ উইকেটে ৪৯৬ রানের ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেটি তারা কাজে লাগিয়েছে ভালোই। বুক উচ্চতায় শর্ট বলে ইমরুল কায়েসকে কাবু করে ১৬ রানেই ...

অতৃপ্তির তৃষ্ণা

চা বিরতিতে চা-ই পান করে, এমনটা ধরে নেবেন না। তবে যদি চা বিরতি অধিনায়ক-কোচের চা পান করতে করতে পরের সেশনের রণকৌশল সাজানোর কেতা থেকে থাকে, মুশফিক-হাথুরু ঠিক স্বস্তি পাবেন না। অথচ অন্যরকম তৃপ্তি পেতে পারতেন। কিন্তু চা বিরতির ঠিক আগের ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে গেল বাংলাদেশ! ১৩ রানের মধ্যে তিন উইকেট হারাল। তৃতীয় দিনের চা বিরতিতে স্কোরটা দেখাচ্ছে ৩০৮/৮। সেই ৫টি ওভার ঠিকমতো সামলে নিতে পারলে উইকেটের ঘরে ৫-ই দেখাত! বাংলাদেশ এখনো ১৮৮ রানে পিছিয়ে। সাব্বির (৩০), মাহমুদউল্লাহ (৬৬) প্লেড অন হয়ে সাজানো ইনিংসের অপমৃত্যু টেনে এনেছেন। তাসকিনের রান আউটটারও প্রয়োজন ছিল না। কিন্তু এসব এখন শুধুই অতৃপ্তির তৃষ্ণা বাড়াচ্ছে মুশফিকদের। এই টেস্টে অবশ্য বাংলাদেশ বেশ কিছু অর্জনের খাতায় আঁকিবুঁকি করছিল। পচেফস্ট্রুম টেস্ট শুরুই হয়েছে বাংলাদেশকে চমকে দিয়ে! দক্ষিণ আফ্রিকার প্রচলিত বাউন্সি ও গতিময় উইকেট নয়, পচেফস্ট্রুমে খেলা হচ্ছে ফ্ল্যাট উইকেটে! দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ন্যাড়া উইকেটে খেলার অভিজ্ঞতা আগে আছে কি না সেটি বলা কঠিন হলেও এটা নিশ্চিত, এই প্রথম দক্ষিণ আফ্রিকায় ইনিংস ব্যবধানে হার...

৯ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

বাংলাদেশের সরকারের কাছ থেকে করা অনুরোধে আবারও সাড়া দিয়েছে গুগল। গত বৃহস্পতিবার গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে গুগলের কাছে তথ্য চেয়ে যে অনুরোধ পাঠানো হয়, তা জনগণকে জানাতে ওই প্রতিবেদন প্রকাশ করে গুগল। প্রতি ছয় মাস অন্তর এ প্রতিবেদন প্রকাশ করে গুগল। গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, এবার গুগলের কাছে বাংলাদেশ থেকে আটটি অনুরোধ যায়। আটটি অনুরোধে নয়টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে। গুগল তার মধ্যে ২৫ শতাংশ তথ্য সরবরাহ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ অনুরোধগুলো জানানো হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, তাদের কাছে বাংলাদেশ সরকারের তথ্য চাওয়ার হার বেড়েছে। ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বরে প্রথমবার ৭টি অনুরোধে ১৩টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। এরপর ২০১৬ সালে জানুয়ারি থেকে জুন এ ছয় মাসে দুটি অনুরোধে তিনটি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। ২০১৬ সালের শেষ ছয় মাসে তিনটি অনুরোধে তিনটি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। এবার মোট আটটি অনুরোধ গেছে। বিভিন্ন দেশের আইন অনুযায়ী সংশ্লিষ্ট সরকারী সংস্থা, আদালত গুগলের কাছ থেকে তথ্য চ...

বেতনের অর্ধেকই যায় তাঁর জরিমানায়

৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উমর  ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক বার্তায় কারণ হিসেবে কেন্দ্রীয় চুক্তি লঙ্ঘনের উল্লেখ রয়েছে। পরবর্তী ৩টি ম্যাচে, আন্তর্জাতিক হোক বা ঘরোয়া, নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ রুপি জরিমানাও গুনতে হবে তাঁকে। এ ছাড়া ২ মাসের জন্য তাঁকে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগে খেলার জন্য অনাপত্তি পত্র দেওয়া হবে না বলে জানিয়েছে পিসিবি। বিপিএলের পঞ্চম আসরে তাই খেলা হচ্ছে না এই ব্যাটসম্যানের। ১৩ আগস্ট জাতীয় দলের হেড কোচ মিকি আর্থারের বিপক্ষে বাজে ব্যবহারের অভিযোগ তুলে সংবাদমাধ্যমে কথা বলেন উমর। ১০ সেপ্টেম্বর উমর আকমলকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি। এ কারণেই তদন্ত শেষে এ রায় দেন পিসিবি সভাপতি নাজাম শেঠি। জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) মাঠে অনুশীলনে গিয়েছিলেন উমর। সেখানে দলের বিদেশি কর্মকর্তারা বাধা দিলে উমর আর্থারের সঙ্গে কথা বলেন। এরপর দুজন প্রধান নির্বাচক ইনজামাম উল হকের রুমে যান, যেখানে উপস্থিত ছিলেন এনসিএ প্রধান মুশতাক আহমেদ। উমর দাবি করেছেন, সেখানেও তাঁর সঙ্গে বাজে আচরণ করেছেন আর্থার। এ প্রসঙ...

স্প্যানিশ নয়, ইংলিশ লিগে বার্সেলোনা!

লা লিগা ছেড়ে প্রিমিয়ার লিগে খেলতে পারে বার্সেলোনা অ্যাগুয়েরো, মোরাতা, লুকাকুদের বিপক্ষে দেখা যেতে পারে মেসি, সুয়ারেজ, ডেম্বেলেদের। ডাগ-আউটে মরিনহো, কন্তে, ওয়েঙ্গার কিংবা গার্দিওলার বিপরীতে পরীক্ষা দেবেন এরনেস্তো ভ্যালভের্দে। বাংলাদেশি বার্সা সমর্থকেরা এখন সন্ধ্যা ৭ টাতেই দেখতে পাবেন যদি প্রিয় দলটি প্রিমিয়ার লিগের হয়ে খেলতে নিবন্ধন করে। কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হলে স্পেনের ঘরোয়া লিগে আর নাও খেলতে পারে দ্বিতীয় সর্বোচ্চ লা লিগা শিরোপাজয়ীরা। স্পেন-কাতালোনিয়া দ্বন্দ্ব তীব্রতর হয়েছে, গণভোটের প্রস্তুতি নিচ্ছে কাতালান সরকার। উল্টোদিকে স্পেনের কেন্দ্রীয় সরকার একে বেআইনি ঘোষণা করেছে, বাজেয়াপ্ত করেছে ব্যালট বাক্স। প্রধানমন্ত্রী মারিয়ানো এই গণভোট ‘কখনোই হবে না’ বলে ঘোষণা দিয়েছেন। সে ক্ষেত্রে স্বাধীনতা ঘোষণা করা হলে কাতালান দলগুলোর খেলা অনিশ্চিত হতে পারে। তবে কাতালান ক্রীড়ামন্ত্রী জেরার্ডো ফিগেরাস মনে করেন দলগুলোর হাতে বেশ কিছু বিকল্প রয়েছে। তিনি বলেন, ‘লা লিগার কাতালান দলগুলো অর্থাৎ-বার্সেলোনা, এস্পানিওল ও জিরোনাকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোথায় খেলতে চায়। সেটা স্প্যানিশ লিগ হতে পার...

যে কারণে ওপেন করতে পারেননি তামিম

৩ উইকেট ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ন্যাড়া উইকেটে দুর্দান্ত ব্যাটিং করা প্রোটিয়ারা এত ‘অল্পে’ বাংলাদেশকে ছেড়ে দিল ভেবে নিশ্চয়ই অবাক হয়েছেন! তবে তার চেয়ে অবাক করার বিষয়, তামিম ইকবাল কেন ওপেন করতে নামেননি! তামিমের জায়গায় ইমরুলের সঙ্গে প্রথমবারের মতো টেস্টে ওপেন করতে নেমেছেন লিটন দাস। ম্যাড় ম্যাড়ে পাঁচটা সেশন শেষে পচেফস্ট্রুম টেস্টের দ্বিতীয় দিনের চা–বিরতির পর এক জমাট নাটকই হয়ে গেল। তামিম চা–বিরতির আগে ৪৯ মিনিট ছিলেন মাঠের বাইরে। তিনি ভাবতেও পারেননি চা–বিরতির পর হুট করে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করবে। নিয়ম অনুযায়ী তামিম যতক্ষণ মাঠের বাইরে ছিলেন, ঠিক ততক্ষণ তিনি ব্যাটিংয়ে নামতে পারবেন না। বাধ্য হয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওপেন করতে পাঠিয়েছে লিটনকে। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ডান-বাঁহাতি সমন্বয় নিয়ে যখন বিপাকে বাংলাদেশ, মুশফিকুর রহিম চারে ব্যাটিং করতে নামেননি ১২০ ওভার কিপিং করেছেন বলে। আর আজ লিটন ওপেন করতে নেমেছেন ১৪৬ ওভার কিপিং করার ক্লান্তি নিয়ে। তামিমেরও একটি নতুন অভিজ্ঞতা হচ্ছে পচেফস্ট্রুমে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ও...

‘হারার চিন্তা তো করছিই না’

পচেফস্ট্রুম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৩৬৯ রানে। ফল অন এড়াতে এখনো প্রয়োজন ১৭০ রান। টেস্টটা বাঁচাতে পারবে বাংলাদেশ? দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমেদ জানালেন, কোনো নেতিবাচক ভাবনা তাঁরা ভাবছেন না। জয় যদি সম্ভব না হয়, তাসকিনের আশা অন্তত ড্র করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যেখানে অনায়াসে ব্যাটিং করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের সেখানে থরহরি কম্প দশা ! ১৬ রানে প্রথম উইকেট, ৩৬ রানে দ্বিতীয়, মুশফিকের সহজ ক্যাচটা এলগার স্লিপে নিতে পারলে বাংলাদেশের স্কোর হয়ে যেত ৩ উইকেটে ৫১! এই যখন ব্যাটিংয়ের চিত্র, এই টেস্টের ভবিষ্যৎ নিয়ে কী আশা করা যায়? বাংলাদেশ দলের তরুণ এ পেসার তাসকিন ভীষণ ইতিবাচক, ‘হারার চিন্তা তো করছিই না। যদি জেতা সম্ভব না হয় আমরা ড্র করব ইনশা আল্লাহ।’ শেষ পর্যন্ত দিনটা ৩ উইকেটে ১২৭ রান তুলে শেষ করলেও ফলো অনের শঙ্কাটা থেকেই গেছে। তাসকিন অবশ্য জানালেন, ফলো অনের চিন্তা তাঁরা করছেনই না, ‘সত্যি বলতে কী আমরা যতক্ষণ ব্যাটিং করেছি, আমি ড্রেসিংরুমে একবারও শুনিনি বা ভাবিনি ফল অনের কথা। আমরা চেষ্টা করছি লম্বা ইনিংস খেলার বা যত বেশি রান করা যায়।...

প্রেমিকার জন্য নিজেই নিজেকে অপহরণ

দিনের পর দিন প্রেমিকা ও তার পরিবারকে কষ্টে দেখে টাকার ব্যবস্থা করতে নিজেই নিজেকে অপহরণের নাটক করেছে ১৬ বছরের ‘খুদে’ প্রেমিক। এমন এক অভিনব ঘটনার জন্ম দিয়েছে গুজরাটের এক কিশোর। কিছুদিন আগেই মহারাষ্ট্রের সাকি নাকায় দাদুর বাড়িতে ঘুরতে যায় সে। সেখানেই এই ‘প্ল্যান’ সফল করার পরিকল্পনা নেয়। নাবালক ওই কিশোরকে সাহায্য করতে এগিয়ে আসেন ১৯ বছরের তার এক বন্ধু। অপহরণের পর নিজের বাবার কাছ থেকে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ওই কিশোর। তবে অপহরণের সংবাদ পাওয়ার পর পরিবার থেকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে একে একে রহস্যের সন্ধান পান পুলিশ কর্মকর্তারা। তারা জানতে পারেন নিজেই নিজের অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে ওই কিশোর। কিশোরের এক আত্মীয় মুম্বই পুলিশকে জানায়, শুক্রবার সাকি নাকা থেকে নিখোঁজ হয় ওই কিশোর। নিখোঁজের পর একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনও আসে তাদের বাড়িতে। মুক্তিপণের জন্য চাওয়া হয় ৫০ লক্ষ টাকা। এমনকি নির্দিষ্ট একটি জায়গায় সেই টাকা রেখে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছিল অজ্ঞাত ওই নম্বর থেকে। এরপরেই ওই নম্বরটি ট্র্যাক করতে শুরু করে পুলিশ। নম্বরের সূত্র ধরে তাদের সন্ধান পায় পুলিশ। উ...

সুফলের আশা সাব্বিরের

সুফলের আশা সাব্বিরের এখনকার আবহাওয়া ঠিক আছে। বাংলাদেশের মতোই। একটু ঠাণ্ডা আছে। মানিয়ে নেওয়ার জন্য আমরা যথেষ্ট অনুশীলন করেছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আশা করি, প্রথম টেস্টে ভালো করব, ভালো ফল হবে।’ তিন দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনের খেলা শেষে এমন আশাবাদ ব্যক্ত করেছেন সাব্বির রহমান। ‘এখানে এটাই আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল। এখানে তিন দিন অনুশীলন করেছি। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি। উইকেট সম্পর্কে যে ধারণা ছিল তারচেয়েও ভালো উইকেটে খেলেছি আমরা। অনেক ভালো উইকেট ছিল, আমরা ভালো খেলেছি। তবে কয়েকটি সফট ডিসমিসাল ছিল। এটা প্রথম টেস্টে হয়তো হবে না। আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল।’ মন্তব্য সাব্বিরের। এবার আসল লড়াইয়ের অপেক্ষা। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। প্রায় নয় বছর পর সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। প্রথম টেস্টের পর অক্টোবর (৬ থেকে ১০) দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। এরপর ১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে। ইস্ট লন্ডনে ২২ অক্ট...

মঈনের টর্নেডো, ম্লান গেইল

ঝড় ওঠার কথা ছিল ক্রিস গেইলের ব্যাটে। কিন্তু তার উপস্থিতিতে তাকে ম্লান করেই ঝড় ওঠালেন মঈন আলী। আর তাতে জয় পেল ইংল্যান্ড। দুটি সেঞ্চুরি আগেও করেছেন। তবে তখন ছিলেন টপ অর্ডারে। সময়ের পরিক্রমায় এখন ব্যাট করেন অনেক নিচে। সময়ই পান কম। সেইটুকুতেই সেঞ্চুরির উপায় বের করে ফেললেন মঈন আলী। সাতে নেমে করলেন বিধ্বংসী এক সেঞ্চুরি। রানের পাহাড় গড়ে জিতল ইংল্যান্ড। সেই সুবাদে ওয়েস্ট ইন্ডিজের করুণ চিত্র আরেকবার প্রকট হয়ে দেখা দিলো। রোববার তৃতীয় ওয়ানডেতে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। মঈনের ঝড়ো সেঞ্চুরির সঙ্গে জো রুট ও বেন স্টোকসের দারুণ দুটি ইনিংসে ইংল্যান্ড তোলে ৩৬৯ রান। লিয়াম প্লাঙ্কেট ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেন ২৪৫ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ২-০-এ। দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয় বৃষ্টিতে। ৫৩ বলে সেঞ্চুরি করেছেন মইন। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, ইংল্যান্ডের মাটিতে দ্রুততম। তবে এই পরিসংখ্যানও আসলে বোঝাতে পারছে না, কতটা তাণ্ডব চালিয়েছেন মইন। প্রথম পঞ্চাশে বল লেগেছিল ৪১টি। সেখান থেকে পরের পঞ্চাশ করেছেন মাত্র ১২ বলে! এক পর্যায়ে মইন...

২১০০ সালের মধ্যেই ধ্বংস হবে পৃথিবী!

পৃথিবীর জলবায়ুসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে গবেষকরা অনুমান করেছেন, ২১০০ সালেই পৃথিবীর অবস্থা সবচেয়ে ভয়াবহ হবে। আর সে সময়টিকেই পৃথিবীর মহাপ্রলয়ে শুরু হিসেবে বলা যায়। বিশ্বের উষ্ণতা বাড়ানোর জন্য দায়ী গ্যাসগুলোর পরিমাণ বায়ুমণ্ডলে দিন দিন বাড়ছে। যে হারে দূষণ এবং গড় তাপমাত্রা বাড়ছে, তাতে পরবর্তী প্রজন্মের চোখের সামনেই ধ্বংস হবে পৃথিবী। এই শতাব্দীর শেষেই সেই দিন ঘনিয়ে আসছে। এমন ভয়ানক তথ্যই জানাচ্ছেন বিজ্ঞানীরা। গবেষকরা মনে করছেন, পৃথিবী আর মানুষের বাসযোগ্য থাকবে না। পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন অতিরিক্ত হারে বাড়ার জন্যই এমনটি ধারনা গবেষকদলের। প্রায় পাঁচ বছর আগেই এ বিষয়ে সতর্ক করে অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞানী ড. ফেনার বলেছিলেন, আর এক শতকের মধ্যেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে মানুষ। ’ তিনি মারা গেছেন বেশ কিছুদিন আগে। তবে তার ভবিষ্যদ্বাণীই যে সত্যি হতে চলেছে, তেমন আশঙ্কাই করছেন এখনকার বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, ২০৩০ সালে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে মিশবে, শুধুমাত্র তাতেই চলতি শতকের শেষে বিশ্বের গড় তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেবে। এটা ধ্বংসের কারণ হিসাবে যথেষ্ট। বৈজ্...

এখন পর্যন্ত রোহিঙ্গারা শরণার্থী নয় অনুপ্রবেশকারী: ত্রাণসচিব

মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা এখন পর্যন্ত অনুপ্রবেশকারী বলে জানিয়েছেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। দ্বিপক্ষীয় আলোচনায় যদি দেখা যায় বিষয়টি দীর্ঘমেয়াদি, তখন তাদের শরণার্থী ভাবার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হবে কি না, এ রকম প্রশ্নের উত্তরে আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সচিব এ কথা জানান। মিয়ানমার থেকে আসার পর বাংলাদেশে যেসব রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে, তাদের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল আরও বলেন, তাদের শুধু জন্মনিবন্ধন করা হচ্ছে। সেখানে লেখা হচ্ছে, তারা মিয়ানমারের নাগরিক। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউনএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের ত্রাণমন্ত্রী বলেন, নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্...