ততক্ষনে সত্যিই শালিনীর জ্ঞান ফিরে এসেছে। একটু উঠে দাড়াবার চেষ্টা করল। মাথাটা টলে গেল। ছোকরা একটা হাত দিয়ে ঝট করে ওর বাহু ধরে ওকে পড়ে যাওয়া থেকে আটকালো। শালিনীর কানে এল একটা সহানুভূতি মিশ্রিত শব্দ …… আহা, চুক চুক ……। চোখটাকে টেনে খোলার চেষ্টা করল। বৃথা। আবার বন্ধ হয়ে গেল আপনা থেকেই। উপলব্ধি করল, একটা নরম চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হল। গাটা এলিয়ে দিল ওই চেয়ারের নরম গদিতে। গদিটা মোলায়ম লোমের মত কিছু দিয়ে মোড়া, সেটা অনুভব করল। ওর কানে এল, ‘প্রাইভেট, তুমি এখন আসতে পারো। বাকিটা আমরা সামলে নেব।’ শালিনী বুঝল, ওকে নিয়েই সম্ভবত কথা হচ্ছে। আবার জোর করে চোখটা খোলার চেষ্টা করল। একটু ফাঁক হতেই ওর চোখটা ধাঁধিয়ে গেল যেন। কি সাদা আলো চতুর্দিকে। আবার বন্ধ করে ফেলল চোখ। খানিক বন্ধ রেখে, আস্তে আস্তে আবার ফাঁক করল খানিক। না। এখন আর অতটা চোখে আলোটা লাগছে না। মাথা তুলে ধীরে ধীরে ভালো করে চোখ মেলে তাকাল। অদ্ভুত জায়গাটা তো! ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখল। কেমন যেন স্টার ট্রেকের সিনেমার সেট মনে হল। সামনে দুটি লোক দাড়িয়ে। পরনে সেই আগের ছোকরাটার মতই পোষাক। স্কিন টাইট। নীলাভো। ভালো করে তাকাল সামনের লোকটির দিকে। হুম। দেখতে খারাপ না। বেশ একটা হীরো হীরো ভাব। ঠিক যেন হলিউড সিনেমার চরিত্র। বেশ লম্বা। কত? প্রায় ৬’২-৩’’ হবে। নাক চোখ বেশ তীক্ষ্ণ। ধারালো চিবুক। ছাতির কাছে পোষাকের নীচে পেশিগুলো উচিয়ে রয়েছে। এত পেশিবহুল? নাকি পোষাকের নীচে কোন প্লেট-টেট গোছের কিছু লাগিয়ে রেখেছে? বলাতো যায় না, সিনেমায় তো এরকমই পোষাক পরে অভিনয় করে। পেট একদম পাতা। টান টান। আরে। দুপায়ের ফাঁকে ওটা কি? ওখানে কি দশ-বারোটা মোজা জড়িয়ে রেখেছে? ধুর। কারুর এত বড় আর মোটা হয় নাকি ওটা? উরি বাস। কি সাইজ বানিয়েছে। দেখে তো মনে হচ্ছে প্রায় ইঞ্চি দশেক। ঘেরেও ছয় তো হবেই। এ নির্ঘাত আসল নয়। একদিকের থাইয়ের সাথে লেপটে আছে। থাইগুলোও বেশ পুরুষ্ট, পেশিবহুল। স্কিনটাইট পোষাকের জন্য দেহের প্রতিটা পেশি ফুটে উঠেছে। এ রকম পরিস্থিতির মধ্যে না থাকলে, এ রকম একটা মালকে বিছানায় পেলে দারুন ব্যাপার হত। ওই লোকটার পাশে আর একটা লোক দাঁড়িয়ে। ওকেই দেখে যাচ্ছে। মনে হচ্ছে এটা ওইটার চামচা। চেহারা পোষাক দেখতে প্রায় একই, কিন্তু আগেরটার মত অত ভালো দেখতে না। তবে, খুব খারাপও নয়। যাক গে। শালিনীর কি?
২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...
Comments
Post a Comment