কতক্ষন এভাবে ছিল শালিনী, খেয়াল নেই। আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতে লাগল। মাথাটা এখনও বেশ ভার হয়ে রয়েছে। একটা ঝিম ভাব। শরীরটা বেশ ভারী ঠেকছে। চোখটা খুলতেও যেন ইচ্ছা করছে না। কানে আসছে কিছু লোকের কথোপকথন। যেন বহু দূর থেকে কেউ কথা বলছে। শালিনী এই মুহুর্তে একটি ঘরের মধ্যে নরম সোফায় শুয়ে। ঘর বলব? নাকি ড্রয়িংরুম বললে আরো ভালো বোঝানো যাবে? বেশ বড় একটা জায়গা। দেয়াল বরাবর বেশ কয়একটা সোফা পাতা। নরম। কোন পশুর লোম দিয়ে আচ্ছাদিত। ঘরের একটা দিকে দেয়াল জোড়া বিশাল স্ক্রিন। তার সামনে একটা প্যানেল। তাতে প্রচুর সুইচ, মিটার। আরো কত কি। সেই সাথে পর পর বেশ কয়একটা মনিটর বসানো। সেই মনিটর গুলোতে অবিরাম কিছু সংখ্যা ফুটে উঠছে, আবার বদলে যাচ্ছে। ঘরটি বেশ সাদা জোরালো আলোয় আলোকিত। কিন্তু কোথা থেকে যে সে আলো আসছে, সেটা বোঝা যাবার উপায় নেই। আলোটাও জোরালো হলে কি হবে, একটুও কিন্তু চোখে লাগছে না। ঘরের মাঝে সেই ছোকরা মত ছেলেটি রয়েছে। আর তার সাথে আরো দুজন। এদের একজন ক্যাপ্টেন কে২৩৪। আর একজন এম৫, ক্যাপ্টেনের সেকেন্ড ইন কম্যান্ড। ছোকরা ছেলেটি নেহাতই একজন আজ্ঞাবহ সৈনিক। এই মুহুর্তে তিনজনেই ঝুকে রয়েছে শালিনীর ওপর। বোঝার চেষ্টা করছে ওর বর্তমান পরিস্থিতি। এত সময় নিলে কেন মেয়েটিকে নিয়ে আসতে? এই যদি তোমার পারফর্মেন্স হয়, তাহলে তো তোমায় পাঠানো চিন্তার ব্যাপার।’ ক্যাপটেন শালিনীর দিকে তাকিয়ে থাকতে থাকতে ছোকরাকে প্রশ্ন করল। ‘কি করবো ক্যাপ্টেন? এক কথায় রাজি হচ্ছিল না যে। নানান রকম প্রশ্ন করছিল।’ ছোকরা কাঁচুমাচু মুখে উত্তর দিল। কেন, তুমি জানো না যে আমাদের হাতে সময় কম? জানি ক্যাপ্টেন, আর সেই জন্যই তো আপনার অনুমতি নিয়ে বিমার ব্যবহার করলাম একে নিয়ে আসার জন্য। দেখ, এসব আমায় বোঝাতে এস না। আমি দেখেছি কি ভাবে এর সাথে কথা বলছিলে তুমি। একটা কথা মাথায় রাখ, ভবিষ্যতে তোমার কাজে লাগবে, মেয়েদের সব সময় একটু শক্ত হাতে ব্যবহার করতে হয়, না হলেই এরা মাথায় চড়ে বসে। এই আমায় দেখ নি? আমি কখনো মেয়েদের মাথায় তুলি না। আর তোমাকেই বা কি বলবো? এত নরম প্রকৃতির হলে কি করে যে ভালো সৈনিক হতে পারবে জানি না। ওই দেখ, বোধহয় মেয়েটির জ্ঞান ফিরছে।
Bangla Choti http://www.story.banglachoti.co/bangla-choti-salini-3/
Bangla Choti http://www.story.banglachoti.co/bangla-choti-salini-3/
Comments
Post a Comment