বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই ম্যাচ মনে আছে? প্রথমে মুশফিক, পরে মাহমুদউল্লাহ জেতা ম্যাচ হাতছাড়া করেছিলেন। জয় থেকে ২ বলে মাত্র ২ রানের দূরত্বে থাকা অবস্থায় ছক্কা মেরে ম্যাচ শেষ করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। পারেননি। বেঙ্গালুরুর সেই খেদটা তিনি দুই বছর পর মেটালেন প্রেমাদাসায়। ২ বলে ৬ রানের দূরত্ব মেটালেন দুর্দান্ত এক ছক্কায়! বেঙ্গালুরুর ম্যাচে সেই পরিস্থিতি থেকে প্রেমাদাসার পরিস্থিতি অনেক বেশি কঠিন ছিল। অনেক বেশি স্নায়ুক্ষয়ীও। মাহমুদউল্লাহ এই স্নায়ুর চাপ সয়ে জয় এনে দিয়েছেন দলকে। ক্রিকেটের ইতিহাসে টান টান উত্তেজনার ম্যাচে এভাবে ছক্কা মেরে জয় তুলে নেওয়ার সংখ্যা একেবারে কম নয়। আসুন ফিরে দেখি এমন কয়েকটি ম্যাচের চিত্রনাট্য: মুশফিকুর রহিম (মিরপুর, ২০১১) ২০১১ সাল। বাংলাদেশ সফরে এসেছিল ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ। সফরের একমাত্র টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩২ রান তুলেছিল ক্যারিবীয়রা। জবাবে জয়ের জন্য শেষ ৬ বলে ৬ রান দরকার ছিল বাংলাদেশের। রবি রামপলের করা শেষ ওভারের প্রথম ৪ বল থেকে এসেছিল ২ রান, এর মাঝে ফিরে গেছেন নাসির হোসেন। শেষ ২ বলে চাই ৪ রান। এই চা...
Daily Entertainment and hot news
Cricket,football,life style,Enterrtainments, Health tips Etc..