Skip to main content

Posts

Showing posts from June, 2017

মাশরাফি ও সাকিবের শোক

বাংলাদেশে টানা বর্ষণে পাহাড় ধসে ব্যপক প্রাণ হানিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। দুই কর্মকর্তা দুই সেনা সদস্যসহ এ পর্যন্ত ১৩৬ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। মাশরাফি তার স্ট্যাটাসে বলেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতি বছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমিধসে নিহত সবার রুহের মাগফিরাত কামনা করছি। উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের রুহের মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন সবাই দিতে পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’ সাকিব আল হাসান তার স্ট্যাটাসে বলেন, ‘পাহাড় ধসের ঘটনায় আমি শোকাহত। মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফেরাত এবং পরিবার পরিজনের মানসিক শক্তি কামনা করছি। ’

যে পাঁচটি কারণে ভারতকে হারাতে পারে বাংলাদেশ

আজকে  চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমফিাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বিশ্বের যেকোনো দলের বিপক্ষে আপসেট ঘটানোর ক্ষমতা এবং ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার ক্ষতা টাইগারদের রয়েছে। আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও বৃষ্টির কারণে কিছু ম্যাচে বিঘ্ন ঘটেছে, তার পরও কোনো ম্যাচে কম উত্তেজনা ছিল না। সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচটি নিয়ে নিয়ে চলছে দারুন উত্তেজনা। যদিও ফেবারিট হিসেবেই মাঠে নামবে ভারত। তথাপি বিরাট কোহলির দলকে হারিয়ে রোববার অনুষ্ঠিতব্য ফাইনালে যাওযার মতো বিস্ময় ঘটাতে পারে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের জয়ের কারণ হতে পারে পাঁচটি : # তামিম ইকবালের ফর্ম : চ্যাম্পিয়ন্স ট্রফির মত বিশ্ব আসরের কোন টুর্নামেন্টে অভিজ্ঞ খেলোয়াড় থাকাটা সব সময়ই যে কোন দলের জন্য একটি বাড়তি সুবিধা। এ ক্ষেত্রে বাংলাদেশ দলের বেলায় একটি নাম হতে পারে তামিম ইকবাল। যিনি টপ অর্ডারে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। চলমান টুর্নামেন্টে একমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে আউট হওযা ছাড়া বাম হাতি এ ওপেনার অন্য ...

নিউ সায়েদ আনোয়ার হবে কি ?????

চ্যাম্পিয়ন্স ট্রফিতেই অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটের অলিগলি এখনো তার চেনা হয়নি। তার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলাদা করে নিজেকে চেনাচ্ছেন পাকিস্তানের ওপেনার ফকর জামান। ব্যাট হাতে বড় ইনিংস না খেলেও যে নজরকাড়া যায় তা আরেকবার প্রমাণ করলেন পাকিস্তানের তরুণ। অভিষেকের পর তিন ম্যাচে ৩১, ৫০, ৫৭ রানের ইনিংস তিনটি সংখ্যায় বড় না হলেও তার টেকনিক আর মারকুটে ব্যাটিং যেন মনে করিয়ে দিচ্ছে সাইদ আনোয়ার কিংবা ইমরান নাজিরের কথা। আসরের প্রথম ম্যাচে সুযোগ না হলেও দ্বিতীয় ম্যাচে তার গায়ে পাকিস্তানের জার্সি তুলে দেয় টিম ম্যানেজমেন্ট। ফকর জামান আস্থার প্রতিদান দিয়েছেন প্রথম ম্যাচ থেকেই। এখন পর্যন্ত যে তিনটি ম্যাচে খেলেছেন প্রতিটিই ছিলো পাকিস্তানের বাঁচ-মরার ম্যাচ, অর্থাৎ হারলেই বিদায়। এমন চাপের ম্যাচে তার ব্যাট নির্ভয়ে শাসন করেছে প্রতিপক্ষ বোলারদের। বাহারি সব শট আর নিখুঁত টেকনিক ছিলো দেখার মত। প্রথম ম্যাচে প্রোটিয়া পেসারদের সামনে তার ৩০ বলে ৩১ রানের ইনিংসটি মুগ্ধ করেছে দর্শকদের। ছোট্ট ইনিংসে ছিল ৬টি চারের মার. যার প্রতিটিতেই সুনিপুণ ক্রিকেটীয় কারুকাজ। দ্বিতীয় ম্যাচে লঙ্কান বোলাদের ওপর রীতিমত ‘তরবারি’ চা...

বাংলাদেশ কে মোটেও ছোট করে দেখসেন না কোহলি।

প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই দলটিকে সেমি-ফাইনালে সামনে পেল ভারত। তবে খুব একটা অবাক হননি বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে বাংলাদেশকে দেখে চমকে গেছেন অনেকেই। কিন্তু বিস্মিত নন ভারতীয় অধিনায়ক। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশকে দেখেছিলেন কোহলি। দেখেছেন বাংলাদেশে তাদের বিপক্ষে স্বাগতিকদের সিরিজ জয়। এশিয়া কাপের ফাইনালেও পেয়েছিলেন বাংলাদশকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেছেন, ভারতের বিপক্ষে জয়ের কতটা কাছে গিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের উন্নতির পথচলাটা জানেন বলেই এবারের সাফল্যে অবাক নন কোহলি। “বাংলাদেশ যে ভালো করছে, এটা আর কারও জন্যই কোনো বিস্ময় নয়। অনেক উন্নতি হয়েছে ওদের ক্রিকেটে। এই কৃতিত্ব ওদেরই। যে ধরনের ক্রিকেটার আছে ওদের, এখন ওরা দায়িত্ব নিয়ে খেলছে। নিজেদের দিনে ওরা বিপজ্জনক দল। সবাই জানে সেটি।” “গত দুবছরে ওরা অনেক এগিয়েছে, বড় পদক্ষেপ নিয়েছে। ২০১৫ বিশ্বকাপেও দারুণ ক্রিকেট খেলেছে। গত দু বছর ধরে ওরা যেভাবে খেলছে, সেটির কৃতিত্ব ওদের দিতেই হবে।” কোহলির মতে, এই বাংলাদেশ বেশ পরিণত দল। মাঠে ক্রিকেটারদের শরীরী ভাষা, দলের প্রত...

ধর্য ধরতে বললেন মাশরাফি

ক্রিকেটে সাফল্য ও ব্যর্থতার ব্যবধান যেমন মাঝেমধ্যে খুব সামান্য, বাংলাদেশে প্রশংসাগুলো গলিতে রূপ নিতেও সময় লাগে না। সেমি-ফাইনালে ওঠা যত স্তুতি, সেসব সমালোচনার বানে পরিণত হতে পারে এই ম্যাচ হারলেই। আগেভাগেই তাই সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে রাখলেন মাশরাফি বিন মুর্তজা। এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ওঠাই বাংলাদেশের জন্য অনেক বড় সাফল্য। কিন্তু প্রতিপক্ষ যখন ভারত, বাংলাদেশের সমর্থকদের অনেকের কাছে তখন জয়ের আকাঙ্ক্ষাও অনেক বেশি তীব্র। আর প্রত্যাশা এত বেশি থাকে বলেই সেটি পূরণ করতে না পারার হতাশা বেরিয়ে আসে নানা ভাবে। এবার সেমি-ফাইনালের আগেও যেমন দুই দেশের সমর্থকদের চলছে প্রবল উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসিত ট্রলের ছড়াছাড়ি। ক্রিকেট খেলাটাকে প্রায় যুদ্ধ বানিয়ে ফেলা। এসবে বরাবরই বিরক্ত মাশরাফি। বহুবার বলেছেন, খেলাটাকে স্রেফ খেলা হিসেবেই রাখতে। বিরক্তির সীমা ছাড়িয়ে যাওয়ায় এবার আর সেসব নিয়ে কথাই বলতে চাইলেন না বাংলাদেশ অধিনায়ক। বরং বললেন, এসব থেকে দূরে থাকার কথা।                     ...

ইংল্যান্ড পাকিস্তান সেমিফাইনাল আজকে

শাকিল আহমেদ মিরাজ ॥ জমে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পর্যায়ের দ্বৈরথ। আট দলের চারটি বিদায় নিয়েছে। শিরোপা থেকে মাত্র দুই ম্যাচের দূরত্বে শীর্ষ চার দলÑ ইংল্যান্ড, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ প্রথম সেমিতে স্বাগতিক ইংলিশদের মোকাবিলা করবে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। বি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারে উঠে আসে সরফরাজ আহমেদের দল। অন্যদিকে গ্রুপ এ থেকে টানা তিন সাফল্যে অপরাজেয় ইয়ন মরগানের ইংল্যান্ড। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকলেও শীর্ষ তিন দলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান সামান্যই, যেটি সাম্প্রতিক সময়ে ইংলিশদের পাওয়ার ক্রিকেটের সাফল্যের উদাহরণ। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ের আটে থাকা পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলেও দক্ষিণ আফ্রিকা ও লঙ্কাকে উড়িয়ে দিয়ে শেষ দল হিসেবে সেমিতে উঠে আসে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের শ্রেষ্ঠতের লড়াই। অনেকে এটিকে বিশ্বকাপের চেয়েও কঠিন বলে মনে করেন। কিন্তু প্রতিটি ম্যাচে ইংলিশরা প্রতিপক্ষকে এমনভাবে গুঁড়িয়ে দিয়েছে যে, দলগুলোর শক্তির ভারসাম...

বাংলাদেশ ,ভারত ম্যাচে এর আম্পেয়ারে থাকসিন যারা

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি সমর্থকদের মধ্যে ক্ষোভের ঝড় বইয়ে দিয়েছিল আম্পায়ারিং। কারণ ওই ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন ইয়ান গোল্ড ও আলীম দার। তবে এবার আইসিসি চ্যাম্পিয়ান ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অনুষ্ঠিতব্য ম্যাচে আম্পায়ারের দায়িত্ব কারা পালন করবেন, এ নিয়ে কৌতূহল আছে অনেকের মধ্যে। জানা গেল, আইসিসি এরই মধ্যে মাঠের দুই আম্পায়ার হিসেবে রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনার নাম ঘোষণা করেছে। আরো জানা গেছে, তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থ। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রড। প্রসঙ্গত, গত বিশ্বকাপের আলোচিত ওই ম্যাচে রুবেল হোসেনের বলে রোহিত শর্মা ক্যাচ দিয়েও বেঁচে যান আম্পায়ারের নো ঘোষণায়। কোমর উচ্চতায় বলটি ছিল কি না, এ নিয়ে আজও বিতর্ক আছে বাংলাদেশি সমর্থকদের মধ্যে। এ ছাড়াও ওই ম্যাচে বাউন্ডারি থেকে মাহমুদউল্লাহর ক্যাচ ধরেছিলেন শিখর ধাওয়ান। তবে ধাওয়ানের পা বাউন্ডারি লাইন ছুঁয়েছিল কি না, এ নিয়েও প্রশ্ন উঠেছিল। আইসিসি জানিয়েছে, ১৮ জুন ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হবে সেমিফাইনালের...

বদলে যাওয়া বাংলাদেশ কে নিয়ে ।

সৌরভ গাঙ্গুলী হেসে বললেন, ‘তাহলে তোমাদের আর আমাদের মধ্যে সেমিফাইনাল। কী মনে হয়, বাংলাদেশ পারবে?’ নিজেই উত্তরটা দিয়ে দিলেন, ‘বাংলাদেশের জন্য কঠিন হবে। তবে বলা যায় না কিন্তু। তোমরা ভালো খেলছ!’ সৌরভের সঙ্গে সম্বোধনটা সেই শুরু থেকেই ‘তুমি-তুমি’। যখনই দেখা হয়, বাংলাদেশের খোঁজখবর নেন। তবে এদিন যে শুধু সৌরভ নন, সবার মুখেই বাংলাদেশ! রমিজ রাজা, সঞ্জয় মাঞ্জরেকার, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, এমনকি মাইক আথারটন পর্যন্ত বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে তাঁদের মুগ্ধতার কথা জানিয়ে দিলেন। রমিজ রাজা ও মাঞ্জরেকার তো নিজে থেকেই। প্রেসবক্স আর কমেন্ট্রি বক্স একেবারে লাগোয়া। সাংবাদিক আর কমেন্টেটরদের খাওয়াদাওয়ার আয়োজনও একসঙ্গে। প্রকৃতির ডাকে সাড়া দিতেও অভিন্ন ঠিকানায় ছুটতে হয়। প্রেসবক্সের পেছনের করিডরটাতে কমেন্টেটরদের তাই নিত্য আনাগোনা। চা-কফিও ওখানে। কেউ না কেউ আসছেনই। পরে সাক্ষাৎকার নিতে গিয়ে বেশ কিছুক্ষণ কেটেছে সৌরভের সঙ্গে। তবে সকালে প্রথম দেখা ওই কফি নিতে গিয়েই। তারিখ: ১২ জুন। স্থান: কার্ডিফের সোফিয়া গার্ডেন। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলছে। বাংলাদেশের বাকি সব সাংবাদিক বাংলাদেশ দলকে অনুসরণ করে বার্মিংহামে।...

মাহমুদুল্লা কে এতো নিচে খেলানো ঠিক না

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল : মাঠে তখন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলছে। গত পরশু কার্ডিফের সোফিয়া গার্ডেনে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে সাবেক ভারতীয় অধিনায়ক  সৌরভ গাঙ্গুলী  সাক্ষাৎকার দিলেন  উৎপল শুভ্র কে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল : মাঠে তখন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলছে। গত পরশু কার্ডিফের সোফিয়া গার্ডেনে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে সাবেক ভারতীয় অধিনায়ক  সৌরভ গাঙ্গুলী  সাক্ষাৎকার দিলেন  উৎপল শুভ্র কে প্রশ্ন:  বাংলাদেশ-ভারত সেমিফাইনাল! আপনি কি একটু বিস্মিত? সৌরভ গাঙ্গুলী:  না, না, বিস্মিত হব কেন? বাংলাদেশ ভালো খেলেই কোয়ালিফাই করেছে। আমি খুশি বাংলাদেশের জন্য। এখানে (কার্ডিফে) নিউজিল্যান্ডের সঙ্গে খুব ভালো খেলা হয়েছে। ভারতের সঙ্গেও ভালো খেলা হবে। বাংলাদেশকে কিন্তু ভালো খেলতে হবে ভারতের সঙ্গে। নইলে পারবে না। প্রশ্ন:  বাংলাদেশ সেদিন যেভাবে জিতল, তাতে এটিই তো এই টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ, তাই না? সৌরভ:  আমি তো ওই ম্যাচে কমেন্ট্রি করছিলাম। বাংলাদেশ খুব ভালো খেলেছে। আচ্ছা, আমাকে বলুন তো, মাহমুদ...

কোহলির বার্তা বাংলাদেশকে

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়চড়িয়ে চড়া। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি চলে স্নায়ুর যুদ্ধও। কেউ কাউকে জায়গা ছাড়ে না এক ইঞ্চি। ১৫ জুন বার্মিংহামের এজবাস্টনে আরো একবার মুখোমুখি দুই দল। এবারের উপলক্ষ আরো বড়, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথা ভেবে এখন থেকেই উত্তেজনায় ফুটছেন দুই দলের সমর্থকরা। গত পরশু দক্ষিণ আফ্রিকাকে ৭২ বল বাকি থাকতে ৮ উইকেটে হারানোর পর অনেকটা নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছে ভারত। কেননা নেট রান রেটে কোহলিরা এতটা এগিয়ে যে তাদের টপকে গ্রুপ সেরা হতে হলে অবিশ্বাস্য কিছু করতে হতো শ্রীলঙ্কা অথবা পাকিস্তানকে। গতকাল শ্রীলঙ্কাকে জিততে হতো ২৯৪ রানের ব্যবধানে! আর লক্ষ্যটা ২০০ হলে পাকিস্তানকে সেটা করতে হতো ৮.১ ওভারে। এটা অবাস্তব বলেই বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল খেলার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন কোহলি। সরাসরি নাম না করে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখেন মাশরাফিদের। কারণ ম্যাচটি হবে বার্মিংহামের এজবাস্টনে। এই ভেন্যুটাকে নিজেদের ‘দ্বিতীয় বাড়ি’ বলে মনে করেন কোহলি, ‘বার্মিংহাম আমাদের খুব পছন্দের একটা মাঠ। আমাদের ...

‘বিশ্বকাপ জেতাবেন’ ডি ভিলিয়ার্স!

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক কোহলির সঙ্গে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের করমর্দন। পরশু ওভালে l   এবি ডি ভিলিয়ার্সের কাছে কোনো ব্যাখ্যা নেই। কোনো ব্যাখ্যা হয়ও না আসলে। আইসিসির টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা বারবার এভাবে কেন ভেঙে পড়ে সেটা বোধ হয় ক্রিকেটের এক চিরকালীন অমীমাংসিত রহস্য হয়ে থেকে যাবে। থেকে যাবে তাদের গায়ে লেগে যাওয়া চোকার নামটাও!  ক্লিশে এই গল্পের আরও একটা অধ্যায় লেখা হলো পরশু চ্যাম্পিয়নস ট্রফিতে। বাঁচা-মরার লড়াইয়ে ভারতের কাছে দক্ষিণ আফ্রিকা হারল ৮ উইকেটে। আরও একবার নিদারুণ ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডি ভিলিয়ার্সও যেন এর কারণ খুঁজছেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এ টুর্নামেন্টের আগে যা করা যায়, সম্ভাব্য সবকিছুই করেছি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যাম্পের পর ক্যাম্প করেছি। নেটে অনেক পরিশ্রম করেছি। আমাদের পরস্পরের প্রতি আস্থাও আছে। কিন্তু এরপরও কেন জানি এ ধরনের ঘটনা ঘটেই চলেছে।’ ১৯৯২ বিশ্বকাপ থেকে শুরু দক্ষিণ আফ্রিকার এই হতাশার গল্প। বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে ২১ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই রূপকথার ইতিহাস গড়ার পথে ছিল প্রোটিয়ারা। কিন্তু ইংল্যান্ডের ...

শেষ চারে তিন দলই উপমহাদেশের

চার সেমিফাইনালিস্টের তিনটিই উপমহাদেশের। ক্রিকেট-দুনিয়া এমনটি প্রথম দেখে ২০১১ বিশ্বকাপে। ওয়ানডের বিশ্বকাপের সেই আসরে উপমহাদেশ থেকে শুধু বাংলাদেশই ছিল না শেষ চারে।  ছয় বছর পর আইসিসির আরেকটি ওয়ানডে টুর্নামেন্টে ২০১১ বিশ্বকাপ সাফল্যের পুনরাবৃত্তি করল উপমহাদেশের দলগুলো। এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ ও ভারতের সঙ্গী হবে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার যেকোনো একটি দল। যার অর্থ উপমহাদেশের অন্তত একটি দল ফাইনালে উঠছেই।  ভারত ছিল অন্যতম ফেবারিট। বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনালে ওঠাটা তাই কোনো বিস্ময় হয়ে আসেনি। ২০১৫ বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে অন্য রকম দল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশ এবার সেমিফাইনালে উঠে ধরে রেখেছে উন্নতির ধারা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী। প্রথম ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় হারের পর এই দুটি দলকে নিয়ে কেউই বাজি ধরার সাহস পায়নি।  ইংল্যান্ডের মাটিতে উপমহাদেশের দলগুলোর সাফল্যের রহস্য কী? পরশু দক্ষিণ আফ্রিকাকে বিদায় করার পর প্রশ্নটার ...