বাংলাদেশে টানা বর্ষণে পাহাড় ধসে ব্যপক প্রাণ হানিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। দুই কর্মকর্তা দুই সেনা সদস্যসহ এ পর্যন্ত ১৩৬ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।
মাশরাফি তার স্ট্যাটাসে বলেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতি বছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমিধসে নিহত সবার রুহের মাগফিরাত কামনা করছি। উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের রুহের মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন সবাই দিতে পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’
সাকিব আল হাসান তার স্ট্যাটাসে বলেন, ‘পাহাড় ধসের ঘটনায় আমি শোকাহত। মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফেরাত এবং পরিবার পরিজনের মানসিক শক্তি কামনা করছি। ’
Comments
Post a Comment