ক্রিকেটে সাফল্য ও ব্যর্থতার ব্যবধান যেমন মাঝেমধ্যে খুব সামান্য, বাংলাদেশে প্রশংসাগুলো গলিতে রূপ নিতেও সময় লাগে না। সেমি-ফাইনালে ওঠা যত স্তুতি, সেসব সমালোচনার বানে পরিণত হতে পারে এই ম্যাচ হারলেই। আগেভাগেই তাই সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে রাখলেন মাশরাফি বিন মুর্তজা।
এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ওঠাই বাংলাদেশের জন্য অনেক বড় সাফল্য। কিন্তু প্রতিপক্ষ যখন ভারত, বাংলাদেশের সমর্থকদের অনেকের কাছে তখন জয়ের আকাঙ্ক্ষাও অনেক বেশি তীব্র। আর প্রত্যাশা এত বেশি থাকে বলেই সেটি পূরণ করতে না পারার হতাশা বেরিয়ে আসে নানা ভাবে।
এবার সেমি-ফাইনালের আগেও যেমন দুই দেশের সমর্থকদের চলছে প্রবল উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসিত ট্রলের ছড়াছাড়ি। ক্রিকেট খেলাটাকে প্রায় যুদ্ধ বানিয়ে ফেলা।
এসবে বরাবরই বিরক্ত মাশরাফি। বহুবার বলেছেন, খেলাটাকে স্রেফ খেলা হিসেবেই রাখতে। বিরক্তির সীমা ছাড়িয়ে যাওয়ায় এবার আর সেসব নিয়ে কথাই বলতে চাইলেন না বাংলাদেশ অধিনায়ক। বরং বললেন, এসব থেকে দূরে থাকার কথা।
Comments
Post a Comment