ঘরের মাঠে শেষবারের মতো ট্র্যাকে নামলেন গতিদানব উসাইন বোল্ট। জ্যামাইকায় কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টে প্রত্যাশিত জয় দিয়েই সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শেষের শুরু করলেন এই কিংবদন্তি।
রোববার কিংসটনে ১০.০৩ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেন জ্যামাইকার ৩০ বছর বয়সী এই দৌড়বিদ। আগামী অগাস্টে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ দিয়ে ক্যারিয়ারে ইতি টানবেন তিনি।
২০১৭ সালে এদিনই প্রথম ১০০ মিটারে দৌড়ান অলিম্পিকে রেকর্ড আটটি সোনাজয়ী বোল্ট। তাকে বীরোচিত সংবর্ধনা জানায় মাঠে উপস্থিত ৩০ হাজার দর্শক। নেচে-গেয়ে, পতাকা উড়িয়ে ও ভুভুজেলা বাজিয়ে কিংবদন্তিকে বিদায় জানায় সমর্থকেরা
জয়টা সহজে এলেও মানসিকভাবে শেষের শুরুটা যে মোটেও সহজ ছিল না, জানিয়েছেন ১০০ ও ২০০ মিটারের রেকর্ডধারী।
“এই দৌড়, ঠিকই ছিল। আমাকে অবশ্যই বলতে হচ্ছে, এটা ঠিক ছিল। আমার মনে হয় না, এর আগে ১০০ মিটার দৌড়ে আমি কখনও এতটা নার্ভাস ছিলাম।”
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বছরের পর বছর আমাকে সমর্থন দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমি এতটা কখনই আশা করিনি। জানতাম, এটা অনেক বড় হবে, স্টেডিয়াম পূর্ণ ছিল। আসার জন্য এবং আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
Comments
Post a Comment