Skip to main content

Posts

Showing posts from October, 2017

মিশেলের ‘মৃত্যুর ভয়ে’ সিগারেট ছেড়েছিলেন ওবামা

মিশেলের ‘মৃত্যুর ভয়ে’ ধূমপান ছেড়ে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার জন বেইনার এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। রিপাবলিকান পার্টিতে তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের কংগ্রেস, হোয়াইট হাউস, প্রচার, লবিস্ট সংক্রান্ত রাজনীতি বিষয়ক ওয়েবভিত্তিক ‘পলিটিকো’ পত্রিকাকে তিনি এ সাক্ষাৎকার দেন। সেখানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ওবামার ধূমপানের অভ্যাস ও স্ত্রী মিশেলের সঙ্গে তাঁর সম্পর্কের নানা বিষয়ে কথা বলেন বেইনার। বেইনার ২০১১ সালে ওবামার সঙ্গে তাঁর এক বৈঠকের প্রসঙ্গ টানেন। তাঁদের দুজনের মধ্যে বদভ্যাসগত যে পার্থক্য ছিল, তা তিনি রসিয়ে রসিয়ে বর্ণনা করেন। বেইনার বলেন, ‘আমি একটি সিগারেট ফুঁকছিলাম, তাঁরা আমাকে এক গ্লাস মেরলট (এক ধরনের ওয়াইন) দিলেন। আমরা সেখানে কিছুটা সময় বসে ছিলাম। তখন প্রেসিডেন্ট বরফ দেওয়া চা পান করছিলেন আর নিকোরেট চিবোচ্ছিলেন।’ ‘আমাদের দুজনের সম্পর্কে আর কি জানার আছে?’ সিগারেটের আকাঙ্ক্ষা কমাতে নিকোরেট গাম ব্যবহার করা হয়। কেউ সিগারেট ছাড়ার পর এটি দুই সপ্তাহের মধ্যে সেই আকাঙ্ক্ষা শেষ করে দেয়। মার্কিন ফা...

টেন্ডুলকারকে টপকে নতুন রেকর্ড কোহলির

সেঞ্চুরির সংখ্যায় মাস্টার ব্লাস্টারকে ছুঁতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বিশ্বের দুই নম্বর ওয়ানডে সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে। তবে নিউজিল্যান্ড সিরিজে অসাধারণ পারফর্মেন্সে ব্যাটসম্যনদের র‌্যাংকিংয়ে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন। একইসঙ্গে ক্রিকেট লিজেনড শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে হয়ে গেলেন ভারতের সবচেয়ে বেশি রেটিং প্রাপ্ত ক্রিকেটার। কোহলির রেটিং পয়েন্ট এখন ৮৮৯। ভারতের হয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড আগে যৌথভাবে ছিল শচিন টেন্ডুলকার ও কোহলির। ১৯৯৮ সালে ৯ সেঞ্চুরিতে ১ হাজার ৮৯৪ রান করেছিলেন টেন্ডুলকার। সেবার তার রেটিং পয়েন্ট হয়েছিল ৮৮৭। এই বছরের শুরুর দিকে টেন্ডুলকারের সেই রেটিং পয়েন্ট স্পর্শ করেন কোহলি। নিউ জিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে গেলেন ছাড়িয়ে। এবছর ৬ সেঞ্চুরিতে তার রান ১ হাজার ৪৬০। অধিনায়ক হিসেবে এটি এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৪ বলে ১৭৬ রানের ইনিংস খেলার পর কোহলিকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে এই স্থান দিন দশেকের বেশি ধরে রাখতে পারলেন না এবি।   ন...

২২৫ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। এই টি২০ ম্যাচের মধ্য দিয়েই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেট দলের সফর শেষ হবে। প্রোটিয়ারা ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৪ রান। ফলে প্রোটিয়ারা ২২৫ রানের টার্গেট দিল বাংলাদেশকে। ম্যাচটি শুরু হয়েছে ৬.৩০ মিনিটে। মাঠে নেমে প্রথমেই উইকেট পেলেন সাকিব আল হাসান। পরে ডুমিনিকেও ফেরান সাকিব আল হাসান। ১০তম ওভারে এসে ডি ভিলিয়ার্সকে ফেরালেন সাইফুদ্দিন। পরে সৌম্যের ক্যাচে ভয়ঙ্কর আমলাকে আউট করলেন সাইফুদ্দিন। এদিকে, ব্যাটিং দেখালেন মিলার, সাইফুদ্দিনের ৬ বলে ৫ ছক্কা হাঁকালেন মিলার। দলে একটি পরিবর্তন আনা হয়েছে। বোলার শফিউলকে বাদ দিয়ে ব্যাটসম্যান লিটন দাসকে নেয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এই পিচে বোলারদের তেমন কিছুই করার নেই। এ কারণেই তার এই সিদ্ধান্ত। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সম্ভবত বড় স্কোর করবে, তবে বাংলাদেশ তা টপকানোর আশা করছে। দক্ষিণ আফ্রিকার জে পি ডুমিনিও বলেছেন, টসে জিতলে তিনিও বোলিং নিতেন। তাদের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ঢুকেছেন ডি ককের বদল...

ব্যাটিং দেখালেন মিলার, সাইফুদ্দিনের ৬ বলে ৫ ছক্কা হাঁকালেন মিলার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। এই টি২০ ম্যাচের মধ্য দিয়েই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেট দলের সফর শেষ হবে।  সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর: ২১৭/৪ ওভার: ১৯। ম্যাচটি শুরু হয়েছে ৬.৩০ মিনিটে। প্রথমেই উইকেট পেলেন সাকিব আল হাসান। পরে ডুমিনিকেও ফেরান সাকিব আল হাসান। ১০তম ওভারে এসে ডি ভিলিয়ার্সকে ফেরালেন সাইফুদ্দিন। পরে সৌম্যের ক্যাচে ভয়ঙ্কর আমলাকে আউট করলেন সাইফুদ্দিন। এদিকে, ব্যাটিং দেখালেন মিলার, সাইফুদ্দিনের ৬ বলে ৫ ছক্কা হাঁকালেন মিলার। দলে একটি পরিবর্তন আনা হয়েছে। বোলার শফিউলকে বাদ দিয়ে ব্যাটসম্যান লিটন দাসকে নেয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এই পিচে বোলারদের তেমন কিছুই করার নেই। এ কারণেই তার এই সিদ্ধান্ত। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সম্ভবত বড় স্কোর করবে, তবে বাংলাদেশ তা টপকানোর আশা করছে। দক্ষিণ আফ্রিকার জে পি ডুমিনিও বলেছেন, টসে জিতলে তিনিও বোলিং নিতেন। তাদের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ঢুকেছেন ডি ককের বদলে মোশেলে আর পিটারসনের বদলে প্রেট...

মাথা খুলতে খুলতে বিরতি চলে আসে

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রোববার সফরের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিবের দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। শনিবার অনুশীলনের আগে অধিনায়ক জানান, প্রতিবার টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে হয় তাদের।    “হঠাৎ করে যখন খেলবেন, তখন প্রথম ম্যাচে এমনিতেই প্রথম মনে হবে। তারপর আস্তে আস্তে মাথা খোলা শুরু হয়। খুলতে খুলতে আবার ছয় মাসের বিরতি চলে আসে। এটা কঠিন।” “কোনো দেশই তো একটা-দুইটার বেশি টি-টোয়েন্টি খেলে না। হাতেগোনা কয়েকটা দল আছে, যারা হয়তো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। অবশ্যই যত বেশি খেলা হবে, তত বেশি ভালো হবে। কিন্তু এগুলো তো আর অজুহাতের মধ্যে পড়ে না। যখনই খেলব, চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। ম্যাচটা জিততে পারি।” ২০ রানে হারা প্রথম ম্যাচে ৪৫টি ডট বল খেলেছে বাংলাদেশ। অধিনায়ক জানান, পরের ম্যাচে ডট বলের সংখ্যা কমানোর দিকে বাড়তি মনোযোগ থাকবে তাদের। “এগুলো নিয়ে আলোচনা হয়। সাধারণত যেটা হয় যে, টি-টোয়েন্টিতে ডট বল ৩০ থেকে ৪০-এর ভেতরে থাকে। তাই ৩০ থেকে ৩৫ এর ভেতরে যদি ডট বলের সংখ্যা রাখা যায় তা...

ডি ভিলিয়ার্সকে ফেরালেন সাইফ

ওভারের প্রথম বলে বাজে ফিল্ডিংয়ে বাউন্ডারি। চতুর্থ বলে ক্যাচ মতো ছিল, দারুণ চেষ্টা করেও পারেনি লিটন দাস। শেষ বলে কাজ সারলেন সাকিব নিজেই। বোল্ড করে দিলেন জেপি দুমিনিকে। আবারও একটু জোরের ওপর করা ফুল লেংথ বল। দুমিনি সুইপ করতে গিয়ে লাইন মিস করে বোল্ড। ৪ রানে বোল্ড দুমিনি। দক্ষিণ আফ্রিকা ৫ ওভারে ২ উইকেটে ৩৭। মুখোমুখি প্রথম বলেই সাকিবকে চার মেরেছিলেন ম্যাঙ্গালিসো মোসেলে। সেটি ছিল প্রথম ওভারের শেষ বল। নিজের পরের ওভারে সাকিব মেলে ধরলেন তার অভিজ্ঞতার ঝুলি। বোল্ড করে দিলেন মোসেলেকে। ওভারের প্রথম বলটি সাকিব করলেন অনেক ঝুলিয়ে। মোসেলে টাইমিং করতে পারলেন না ঠিক মত। পরের বলটি প্যাডল করতে গিয়ে ব্যর্থ। তৃতীয় বলে বোল্ড। একটু জোরের ওপর, উইথ দা আর্ম ভেতরে ঢোকা বল প্যাডে লেগে লাগল স্টাম্পে। ৫ বলে ৫ রানে বোল্ড মোসেলে। দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ২৩। ডি ককের বিশ্রামে হাশিম আমলার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু করেছেন ম্যাঙ্গালিসো মোসেলে। এবছর প্রোটিয়াদের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ বলে ৩২, ইংল্যান্ডের বিপক্ষ ২২ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন। তবে ওপেন করলেন এই প্রথ...

Six hat-tricks in Twenty20 international

Faheem Ashraf became the first Pakistani bowler to record a hat-trick in Twenty20 internationals during the second match against Sri Lanka in Abu Dhabi on Friday. The 23-year-old is the sixth bowler overall to register a hat-trick in the shortest format of the game, finishing with 3-16 in his three overs at Sheikh Zayed Stadium. Ashraf dismissed Isuru Udana, Mahela Udawatte and Dasun Shanaka off successive deliveries in only his third Twenty20 international before his team went on to record a two-wicket victory. Here is the list of bowlers with Twenty20 international hat-tricks (name, country, opponents, venue, year): Brett Lee of Australia against Bangladesh at Cape Town in 2007 Jacob Oram of New Zealand against Sri Lanka at Colombo in 2009 Tim Southee of New Zealand against Pakistan at Auckland in 2010 Thisara Perera of Sri Lanka against India at Ranchi in 2016 Lasith Malinga of Sri Lanka against Bangladesh at Colombo in 2017 Faheem Ashraf of Pakistan against Sri Lanka at Ab...

হয়রানির শিকার সানি লিওন!

সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওনের রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী। এদের ভালোবাসা তাঁকে যেমন সিক্ত করে, তেমনি তাদের মাধ্যমে হয়রানির শিকারও নাকি হয়েছেন এ অভিনেত্রী। এক খবরে এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে। খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন আগের ঘটনা। সানি লিওনের স্বামী ড্যানিয়েল বেবার তখন দেশে ছিলেন না। টুইটারে কেউ একজন তাঁকে হুমকি দিয়েছে। ঘটনা শুধু এখানেই থেমে থাকেনি, হুমকিদাতা তাঁকে বাড়িতে এসে ক্ষতি করবে বলেও জানায়। এতে ভীষণ ভয় পেয়ে যান সানি। সংবাদমাধ্যমের বরাতে সানি লিওন বলেন, ‘এ ঘটনার কিছুদিন পর কেউ একজন আমার বাসার দরজায় ধাক্কা দিচ্ছিল। কড়া নাড়ার শব্দ শুনে ছুরি হাতে দরজার কাছে যাই। অবস্থা এমন মনে হচ্ছিল, দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়বে। এরপর বাড়ি পরিবর্তন করি। সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো মনে হলে গা শিউরে ওঠে।’ এদিকে সাইবার হয়রানি বিষয়ে সচেতনতা তৈরি করতে একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়েছেন সানি লিওন। তাঁর মতে, ‘আজকাল উঠতি ছেলেমেয়েরা হয়রানির শিকার হয়ে হতাশায় ভোগে। অনেকে এসব সহ্য করতে পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। কিন্তু আমরা এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারি। সৌভাগ্যের বিষয়,...

কোহলির অভিযোগ ফালতু, বলছেন স্মিথ

বছরের শুরুতে ভারতে উষ্ণতা বেড়ে গিয়েছিল হঠাৎ। টেস্ট সিরিজ নিয়ে যে প্রায় রণমূর্তিতে নেমে পড়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। মাঠে আগ্রাসন, অভিযোগ, পাল্টা অভিযোগে প্রায় এক মাস ক্রিকেট অঙ্গনকে জমিয়ে রেখেছিল দুই দল। আগুনে ঘি ঢেলেছিলেন বিরাট কোহলি নিজেই। স্টিভ স্মিথের বিপক্ষে অনৈতিক ডিআরএস সুবিধা নেওয়ার অভিযোগ তুলে সিরিজকে রণাঙ্গনের রূপ দিয়েছিলেন ভারত অধিনায়ক। এত দিন পর স্মিথ জানাচ্ছেন, কোহলির সব অভিযোগ ছিল ভিত্তিহীন। পুনেতে সবাইকে চমকে দিয়ে প্রথম টেস্ট জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও সে পথে ছুটছিল সফরকারীরা। কঠিন উইকেট হলেও লক্ষ্যটা হাতের নাগালেই ছিল অস্ট্রেলিয়ার। ম্যাচের এক মুহূর্তে এলবিডব্লু দেওয়া হয় স্মিথকে। সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকায় পিটার হ্যান্ডসকম্বের দিকে তাকান স্মিথ। হ্যান্ডসকম্বও কী বুঝে ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন। অধিনায়ক স্মিথও ওই দিকে নজর ফেরান। দেখে মনে হচ্ছিল, ড্রেসিংরুমের কাছ থেকে ইঙ্গিত খুঁজছেন দুজন, যা আইনবিরোধী। কিন্তু আম্পায়ার এগিয়ে এসে ফেরত পাঠান স্মিথকে। ম্যাচ শেষে বিজয়ী অধিনায়ক কোহলি দাবি করেন, অস্ট্রেলিয়া নাকি ডিআরএসের ক্ষেত্রে আগেও এমন অনৈতিক সুবিধা নিয়...

চার-ছক্কা মেরেই তো ম্যাচ হেরেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা? লোকে তো তা-ই বলে। কাল চার-ছক্কা থেকে বাংলাদেশ নিয়েছে ৯৮ রান। দক্ষিণ আফ্রিকা নিয়েছে ৮৮ রান। তাহলে? বাউন্ডারিতে ১০ রান বেশি নিয়েও ২০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। কারণ? রান মানে হলো দৌড়, ক্রিকেট রানের খেলা মানে দৌড়ের খেলা। আর বাংলাদেশ এই সিঙ্গেলগুলোই বের করতে পারে না। একাধিক ডট বল সর্বনাশ ডেকে আনে। কালকের ম্যাচের গল্পটাও একই রকম। বেশি চার-ছক্কা মেরেও লাভের খাতায় যোগফল শূন্য। এই হারের কাটাছেঁড়া করতে গেলে হয়তো অনেক কারণই উঠে আসবে। তবে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে ‘ডট বল’! টানা কয়েকটি ডট বল ব্যাটসম্যানদের ধৈর্যচ্যুতি ঘটায়। ব্যাটসম্যান ঝুঁকি নিতে চান। উড়িয়ে মারতে চান, ডাউন দ্য উইকেটে আসেন, যে শট না খেললেও হতো, সেই শট খেলেন...কি, কাল সাব্বিরদের আউট হওয়ার ধরনগুলো চোখে ভাসছে তো? অথচ, দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় থেকেই শিক্ষা নিতে পারত বাংলাদেশ। এই মুহূর্তে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলাররা এই দলে খেলেন। চার-ছক্কা মারতেই তাঁরা ভালোবাসেন। তবু দক্ষিণ আফ্রিকার রানের বণ্টন দেখুন। ৪টি ছক্কা, ১৬ বাউন্ডারি মিলিয়ে মোট ৮৮ রান। ‘মি. এক্সট্রা’ থেকে য...

নারীদের নিয়ে আতঙ্কে ভোগেন গেইল!

ম্যাসাজ থেরাপিস্ট লিনে রাসেল ও ক্রিস গেইলের মধ্যকার ঘটনা আদালতে গড়িয়েছে। রাসেলের অভিযোগ থেরাপি নেওয়ার সময় ক্যারিবীয় তারকা পরনের তোয়ালে খুলে নিজের গোপনাঙ্গ তাঁকে দেখিয়েছিলেন! এ খবর প্রকাশ করায় গেইল মানহানির মামলা করে দিয়েছেন পত্রিকার বিরুদ্ধে। গেইলের দাবি তিনি নির্দোষ। বরং এসব ঘটনায় নারীদের নিয়ে একধরনের ভীতি কাজ করছে তাঁর মাঝে। অন্তত তাঁর বন্ধুর দাবি তাই।  ২০১৫ বিশ্বকাপে সিডনিতে ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে যান রাসেল। তখন তাঁকে দেখে তোয়ালে সরিয়ে দিয়েছিলেন গেইল। রাসেলের এমন অভিযোগ ছাপা হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার অনেক পত্রিকায়। এর আগেই অবশ্য গেইলকে নিয়ে এক দফা সিরিজ করেছে তারা। এক টিভি উপস্থাপিকাকে অনুষ্ঠান চলার সময়েই অভিসারের প্রস্তাব দিয়েছিলেন গেইল। সে নিয়ে সবাই যখন ব্যস্ত, তখনই ২০১৫ বিশ্বকাপের সে ঘটনবা সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রাসেল। গেইলও এতে ক্ষুব্ধ হয়ে মানহানির মামলা করে বসেছেন ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে। শুধু তাই নয়, এভাবে একের পর এক কেলেঙ্কারিতে নিজের নাম জড়ানোয় আতঙ্কে ভুগছেন গেইল। ২২ বছর ধরে গেইলকে চেনেন ডনোভান মিলার। তাঁর দাবি এমন ঘ...

Neymar handed one match ban

Neymar was handed a one-match ban on Thursday after being sent off in PSG’s explosive 2-2 draw at bitter rivals Marseille at the weekend. The Brazilian forward will miss Friday’s Ligue 1 visit from Mario Balotelli’s Nice. Neymar grabbed a brilliant equaliser in a fiery encounter at Marseille Sunday before his side went down 2-1 with ten minutes to go. Leading the chase for another equaliser, Neymar appeared to lose his cool, picking up two yellows in quick succession for retaliation. His teammate Edinson Cavani levelled with a dramatic injury-time free-kick to save a point for the Ligue 1 leaders. PSG coach Unai Emery has told his 25-year-old star to wise up to provocation tactics. “He is intelligent. He is also aware that he must learn from what happened on Sunday,” said Emery. “I spoke to him about it before the match and we said not to get involved in any provocation. But on the pitch, with the intensity and the aggression, the players are people The 222 milli...

Last five overs cost us the game: Shakib

All-rounder Andile Phehlukwayo made a key breakthrough to stop Bangladesh’s most threatening challenge on their tour of South Africa in the first Twenty20 international at Mangaung Oval on Thursday. South Africa won by 20 runs after scoring 195 for four but opening batsman Soumya Sarkar went on a ferocious assault at the start of the Bangladesh innings before falling to Phehlukwayo for 47. Bangladesh the lost momentum and finished with 175 for nine. “We knew they would come out with guns blazing,” said stand-in South African captain JP Duminy. “But the guys stayed calm and backed their skills and their variations.” Sarkar and Imrul Kayes put on 43 off 25 balls for the first wicket and although the tourists lost two wickets they were still in with a chance with the total 92 for two when Phelukwayo struck with the first ball of the tenth over. Phehlukwayo successfully sought a review after Sarkar was initially given not out after being struck on the pads after a 31-ball in...

Deepika Padukone's Ghoomar twirls it's way to 10 million views in less than 24 hours

She came. She took 66 twirls. She garnered 10 million views (still counting) in less than 24 hours on Youtube. Yes, that’s Hindi film industry’s very own Padmavati, Deepika Padukone, who is conquering hearts through her new song Ghoomar. The song shows the 31-year-old actress master the Rajasthani folk dance while leaving her on-screen husband Maharawal Ratan Singh, played by Shahid Kapoor, dumbstruck. Don’t believe us? Watch it for yourself and get enthralled. Overwhelmed by the response, Deepika and Shahid thanked their fans for the love and support. Deepika trained under celebrated Ghoomar dancer Jyoti D Tommaar while the song has been choreographed by Kruti Mahesh. Ghoomar has vocals by Shreya Ghoshal and Swaroop Khan while Sanjay Leela Bhansali gets the music credits. On Twitter, Deepika wrote that Ghoomar is the ‘most difficult’ sequence she has ever filmed.   Padmavati, directed by Sanjay Leela Bhansali,  co-stars Ranveer Singh as Alauddin Khilji and ...

Katrina Kaif or Deepika Padukone– who carried off red better?

The festive season is here and so are glittering parties and dazzling events. Bollywood celebrities are making the most of this time and can be seen around town, shimmying into the night, in their sartorial best.  Recently, two actresses stepped out in the safest colour for festivities – red. One was Katrina Kaif, who sashayed into Arpita Khan Sharma's Diwali party in a scarlet lehenga by Anamika Khanna. The staple had a fully embroidered blouse and a similar cape. Katrina completed her look by going in for elaborate  kundan  jewellery to complement her outfit.  On the other hand, Deepika Padukone launched Hema Malini's biography wearing a heavy Banarasi sari by designer Sanjay Garg. The actress chose to accentuate the look by adding gold jewellery to it, which worked really well. While both the actresses are stunning and seldom fail in the style stakes, this time around, we feel Deepika's sartorial tempo was set higher than that of Katrina's. The bold and brig...

আশা​ জাগিয়ে শেষ পর্যন্ত হতাশাই

ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিততে হলে ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে। গড়তে হতো টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ ওভার পর্যন্ত দলকে জয়ের পথেই রেখেছিলেন সৌম্য সরকার। বাঁহাতি ওপেনার যতক্ষণ উইকেটে ছিলেন, আশা ছিল বাংলাদেশের। তাঁর আউটের পরই পথ হারাল বাংলাদেশ, এলোমেলো হয়ে গেল মিডল অর্ডার। শেষ পর্যন্ত ম্যাচটা সাকিবরা হারলেন ২০ রানে।  প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৯৭ রান তোলা বাংলাদেশ শেষ ১০ ওভারে করতে পারল ৬ উইকেটে ৭৮। সৌম্যর আউটটাই যেন গড়ে দিল ম্যাচের পার্থক্য। ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে তাঁর শুরুটা ছিল দুর্দান্ত। অবশ্য ইনিংসের প্রথম বলেই ডেন প্যাটারসনকে মিড অফের ওপর দিয়ে বাউন্ডারি মেরে ইতিবাচক শুরুর প্রথম ইঙ্গিতটা দিয়েছিলেন ইমরুল। দ্বিতীয় ওভারে হেনড্রিকসকে ছক্কা মারেন সৌম্য। কিন্তু দুজনের জুটি টিকেছে ৩.৫ ওভার। ইমরুলকে তুলে নেন হেনড্রিকস। এরপর আউট হওয়ার আগ পর্যন্ত সৌম্য অনেকটা একাই টেনেছেন দলকে। তৃতীয় ও চতুর্থ ওভারে প্যাটারসন ও হেনড্রিকসকে দুটি করে বাউন্ডারি মারেন সৌম্য। চতুর্থ ওভারে ইমরুল আউট...

Hollywood honours filmmaker Romero

US filmmaker George A. Romero, whose 1968 classic "Night of the Living Dead" spawned the zombie movie genre, was posthumously honored Wednesday with a star on Hollywood's Walk of Fame. Filmmaker Edgar Wright, actor Malcolm McDowell and special effects guru Greg Nicotero paid tribute to the director, who died in July at the age of 77, at the ceremony in front of a quartet of actors made up as zombies. "I'm not sure I would be working in Hollywood right now if it wasn't for George," said Wright, 43, whose 2004 zombie comedy "Shaun of the Dead" went on to be a cultural touchstone of its own. "A lot of people owe George a huge debt of gratitude for his inspiration. I'm just one of many." Shot in black-and-white on a budget of just over $100,000, Romero's debut feature "Night of the Living Dead" daringly featured black actor Duane Jones as its lead. Some film scholars later suggested the movie was a subve...

Soumya shines but Tigers fall short

Opener Soumya Sarkar’s 31-ball 47 had given Bangladesh hope, but South Africa bowlers fought back to clinch a 20–run victory in the first T20 match at Bloemfontein on Thursday. Chasing a big total of 196, Bangladesh were off to a flying start, thanks to Soumya’s blistering innings that featured five fours and two sixes. However, his fellow batsmen failed to give him due support and Bangladesh lost yet another game in the tour. If Soumya’s innings was one positive in the game, another was Mohammad Saifuddin’s knock. The all-rounder, who came at number seven, made 39 off 27 balls, with three fours and a six, to take the team to 175, which means a respectable defeat. South Africa bowlers Dane Paterson, Beuran Hendricks, Robbie Frylinck and Andile Phehlukwayo bagged two wickets each. Winning the toss, stand-in South Africa skipper JP Duminy had opted to bat first, but Mehidy Hasan Miraz dealt the hosts a blow in the second over, leaving Hashim Amla's wickets in a mess....