আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক দুজনে দুই ভিন্ন জগতের মানুষ। তাদের খেলা ভিন্ন।
তাহলে মেসিকে কীভাবে পেছনে ফেলবেন কোহলি? দুজনের খেলা ভিন্ন হলেও আয়ের দিক দিয়ে কে অপরের সাথে প্রতিযোগিতা করলে তো দোষের কিছু নেই। যে কারণে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে বার্সেলোনা তারকাকে পেছনে ফেললেন কোহলি।
বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস আজ বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে। ফোর্বসের ওই প্রতিবেদনে জানা গেছে, ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সবার উপরে আছেন টেনিস তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বসেরা দৌঁড়বিদ জ্যামাইকার উসাইন বোল্ট। এরপরই আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সপ্তমস্থানে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি আর লিওনেল মেসির অবস্থান নবম স্থানে!
টেনিস মহাতারকা ফেদেরারের ব্র্যান্ড ভ্যালু ৩৭ দশমিক ২ মিলিয়ন ডলার। বোল্টের ২৭ মিলিয়ন ডলার। ২১ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালুর মালিক রোনালদো।
কোহলির ব্র্যান্ড ভ্যালু ১৪ দশমিক ৫ মিলিয়ন ডলার আর মেসির ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলার।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বের ভয়ঙ্করতম ব্যাটসম্যান কোহলি। চলতি বছর ওয়ানডে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাকিয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন। ৪৯টি সেঞ্চুরি নিয়ে তার সামনে এখন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার।
Comments
Post a Comment