দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। এই টি২০ ম্যাচের মধ্য দিয়েই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেট দলের সফর শেষ হবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর: ২১৭/৪ ওভার: ১৯।
ম্যাচটি শুরু হয়েছে ৬.৩০ মিনিটে। প্রথমেই উইকেট পেলেন সাকিব আল হাসান। পরে ডুমিনিকেও ফেরান সাকিব আল হাসান। ১০তম ওভারে এসে ডি ভিলিয়ার্সকে ফেরালেন সাইফুদ্দিন। পরে সৌম্যের ক্যাচে ভয়ঙ্কর আমলাকে আউট করলেন সাইফুদ্দিন।
এদিকে, ব্যাটিং দেখালেন মিলার, সাইফুদ্দিনের ৬ বলে ৫ ছক্কা হাঁকালেন মিলার। দলে একটি পরিবর্তন আনা হয়েছে। বোলার শফিউলকে বাদ দিয়ে ব্যাটসম্যান লিটন দাসকে নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, এই পিচে বোলারদের তেমন কিছুই করার নেই। এ কারণেই তার এই সিদ্ধান্ত। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সম্ভবত বড় স্কোর করবে, তবে বাংলাদেশ তা টপকানোর আশা করছে।
দক্ষিণ আফ্রিকার জে পি ডুমিনিও বলেছেন, টসে জিতলে তিনিও বোলিং নিতেন। তাদের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ঢুকেছেন ডি ককের বদলে মোশেলে আর পিটারসনের বদলে প্রেটোরিয়াস।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, সাইফউদ্দিন ও তাসকিন আহমদে, লিটন দাস।
Comments
Post a Comment