আর কয়েক ঘণ্টা পর দ্বিতীয় মেয়াদে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন সাকিব আল হাসান। সেই ম্যাচের আগে সতীর্থদের দুঃশ্চিন্তামুক্ত হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন অধিনায়ক এবং বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।টেস্ট এবং ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বিধ্বস্ত বাংলাদেশ শিবিরে নতুন প্রাণের সঞ্চার ঘটানোর চিন্তা করছেন সাকিব। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনো সাকিব বলেছেন, 'যত বেশি চিন্তা তত বেশি ঝামেলা। যেহেতু এই ফরম্যাটটা অনেক ছোট, অত বেশি চিন্তা করার সময়ও নেই। এটা আমাদের জন্য ভালো দিক। টেস্ট বা ওয়ানডেতে যেটা হয় যে অনেক সময় থাকে চিন্তা করার, যত বেশি চিন্তা করা হয় তত বেশি কঠিন হতে থাকে জিনিসটা। এখানে চিন্তার সময় নেই। তাই কঠিন হওয়ার সুযোগটাও কম। 'টেস্ট এবং ওয়ানডে সিরিজে নূন্যতম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ।হেরেছে বিশাল ব্যবধানে। কিন্তু ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাট টি-টোয়েন্টিতে সব কিছু খুব দ্রুত ঘটে। এখানে চিন্তা-ভাবনার সুযোগ কম। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তাই বেশি চাপ মাথায় না নেওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক।সতীর্থদের পুরোনো সব ভুলে নতুন সিরিজে মনোযোগী হতে বলেছেন।সাকিবের ভাষায়, 'আমার মনে হয়, এখানে যারা খেলতে আসছে, তারা যথেষ্ট পরিণত, প্রাপ্ত বয়স্ক। সবাই নিজেরটা নিজেরা বুঝলেই ভালো। গুরুত্বপূর্ণ হচ্ছে যে, দলটাকে কিভাবে অনুপ্রাণিত করা যায়। আমার মনে হয়, এটা এখন সবচেয়ে বড় দায়িত্ব।
২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...
Comments
Post a Comment