Skip to main content

Posts

Showing posts from November, 2017

বিয়ের আশ্বাসে সহবাস, ফের বিতর্কে ঋতব্রত

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না! সদ্যই সিপিএম বহিষ্কার করেছে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তার পরেপরেই ‘বান্ধবী’র সঙ্গে তাঁর কয়েকটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল। তা নিয়েও দেখা দিয়েছিল বিতর্ক। এ সবের রেশ কাটতে না কাটতেই ঋতব্রতের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনলেন এক তরুণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল করে তিনি ওই অভিযোগের বিচার চেয়েছেন বলে বালুরঘাটের ওই তরুণীর দাবি। এমনকী, টাকা দিয়ে তাঁর মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ। ঋতব্রত অবশ্য পাল্টা দাবি করেছেন, তাঁকে ‘প্রলুব্ধ’ করে ও ‘ভয়’ দেখিয়ে দু’দফায় তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আদায় করেছেন ওই তরুণী। জালিয়াতি ধরে ফেলে তিনি আর টাকা দিতে না চাওয়ায় এখন মনগড়া গল্প সাজিয়ে তাঁর মানহানি করতে নামা হয়েছে বলে তাঁর অভিযোগ। গড়ফা থানায় ওই তরুণীর নামে জোর করে টাকা আদায় ও ভীতি প্রদর্শনের অভিযোগে এফআইআর-ও দায়ের করেছেন সাংসদ। তবে ঠিক কী প্রলোভন বা ভয়ের মুখে সাংসদ পাঁচ লক্ষ টাকা দিতে রাজি হলেন, তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। ঋতব্...

বিকানেরে দিল্লির যুবতীকে ২৩ জন মিলে গণধর্ষণ

নিজের জমি দেখতে রাজস্থানের বিকানেরে গিয়েছিলেন দিল্লির এক যুবতী। অভিযোগ, ফেরার পথে অপহরণ করে বছর আঠাশের ওই যুবতীকে দফায় দফায় ধর্ষণ করেছে ২৩ জন। অভিযুক্তদের মধ্যে দু’জনকে শনাক্ত করা গিয়েছে। ওই দু’জন-সহ ২৩ জন  অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকানেরের পুলিশ সুপার সওয়াই সিংহ গোদারার সঙ্গে দেখা করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, দুপুরে তিনি যখন জয়পুর রোডের ধারে খাটু শ্যাম মন্দির এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, তখন দু’জন ব্যক্তি জোর করে তাঁকে গাড়িতে তোলে।  চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। ফোনে আরও ছয়জনকে ডেকে নেয় ওই দুই অভিযুক্ত। তারাও ওই যুবতীকে ধর্ষণ করে। এর পর স্থানীয় পালানা গ্রামে একটি সরকারি পাওয়া সাবস্টেশনে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে আরও অনেকে মিলে তাঁকে ধর্ষণ করে। ওই যুবতীর দাবি, পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ভোরে যেখান থেকে অপহরণ করা হয়েছিল, সেখানেই তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, এফআইআর যে জায়গায় কথ...

ধর্ষিতাকে এ কী পরামর্শ দিলেন কিরণ!

চণ্ডীগড়ে অটোরিকশায় উঠে গণধর্ষণের শিকার হয়েছেন যিনি, তাঁরই সাবধান হওয়া উচিত ছিল বলে মনে করেন মহিলা সাংসদ কিরণ খের। তাঁর কথায়, ‘‘অটোরিকশায় তিন পুরুষ যাত্রীকে দেখে কেন তাতে চড়তে গেলেন ওই মহিলা? নিজেদের নিরাপত্তার কথা তো মেয়েদেরই ভাবতে হবে সবার আগে।’’ স্টেনোগ্রাফির ক্লাস সেরে রাতে চণ্ডীগড়ের ৩৭ নম্বর সেক্টর থেকে মোহালিতে তাঁর বাড়িতে যাওয়ার জন্য গতকাল একটি অটোরিকশায় ওঠেন ২২ বছরের ওই যুবতী। চালক ছাড়াও সেই অটোয় পুরুষ যাত্রী ছিলেন তিন জন। গণধর্ষণের শিকার হন ওই যুবতী। তার পর অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায় চণ্ডীগড়ের ৫৩ নম্বর সেক্টরে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ওই সময় ৩৭ নম্বর সেক্টরে বাস থাকে না বললেই চলে। ওই ঘটনা নিয়ে চণ্ডীগড় প্রেস ক্লাবে সাংসদ কিরণ খেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মহিলাদের ওপর এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য বাবা, মাদের শিক্ষা দিতে হবে ছেলেদের। তবে মেয়েরাও দায় এড়াতে পারেন না। মেয়েদেরও সতর্ক হতে হবে। আরও সজাগ হতে হবে। চণ্ডীগড় পুলিশের ১০০ নম্বরে ডায়াল করতে পারতেন ওই মহিলা।’’ এর পর মুম্বইয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলেন কিরণ। তাঁর বক্তব্য, মুম্বইয়ে ট্য...

ববির ‘নোলক’

ভারত থেকে বেপরোয়া ছবির শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন ববি। ফিরেই নতুন আরেকটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ছবির নাম নোলক । আজ ২১ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবিটির মহরত হওয়ার কথা। নতুন ছবিটি নিয়ে ববি বলেন, ‘বলার জন্য বলা নয়, গল্পটি পড়ার পর আমার এত ভালো লেগেছে যে আগের কোনো ছবিতেই এত ভালোলাগা কাজ করেনি। মিষ্টি প্রেমের গল্প। আর আমার চরিত্রটি কি যে সুন্দর!’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। তাঁদের জুটির সর্বশেষ ছবি রাজাবাবু । বছর দেড়েক আগে মুক্তি পায় ছবিটি। মহরত হওয়ার পর ২৫ নভেম্বর থেকে ভারতের হায়দরাবাদে শুটিং শুরু হবে নোলক ছবির, এ কথা জানালেন ছবির পরিচালক রাশেদ রাহা।

‘রাজত্ব নয়, ভালোবাসা নিতে এসেছি’

ঢাকা অ্যাটাক’ সিনেমার পর সাফল্যের ডানায় চড়ে দেশের বাইরে তিন সপ্তাহ কাটিয়ে এসেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে বাংলা সিনেমাপ্রেমীদের সঙ্গে কথা বলেছেন ‘ঢাকা অ্যাটাক’ আর নিজের দেশের সিনেমা নিয়ে। তাঁর নতুন এই সিনেমা মুক্তির পর প্রযোজক, পরিচালক আর প্রদর্শকদের মতে, শুভর জনপ্রিয়তার পারদ যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, এখন একটু সচেতন হয়ে পা ফেললে ভবিষ্যতে দেশের চলচ্চিত্রে রাজত্ব করবেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ বুধবার বিকেলে শুভ বলেন, ‘আমি রাজত্ব করতে চাই না। আমি মনে করি, রাজারা বেশির ভাগ সময় মানুষের ভালোবাসা পায় না। তাই আমি রাজা হয়ে রাজত্ব করতে চাই না। আমি সিনেমায় নাম লিখিয়েছি দেশের মানুষের ভালোবাসা পেতে। দর্শকের ভালোবাসা নিতেই আমি এসেছি।’একসময় র‍্যাম্প মডেলিংয়ে যুক্ত ছিলেন আরিফিন শুভ। রেডিওতে কিছুদিন কথাবন্ধুর কাজ করেছেন। এরপর নাটকে অভিনয় ও সিনেমার চিত্রনায়ক। ২০১০ সালে ‘জাগো’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান শুভ। তাঁর ব্লকবাস্টার হিট সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। তবে ‘অগ্নি’ ও ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার জন্য আলোচিত হন এই নায়ক। শুরু থেকে কিছুটা বাছবিচার না করেই ক...

নায়িকা গেছেন, নায়ক যাচ্ছেন

নোলক’ সিনেমার শুটিংয়ে এরই মধ্যে ভারতের হায়দরাবাদে গিয়ে পৌঁছে গেছেন চিত্রনায়িকা ববি। আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে সেখানে পৌঁছে যাওয়ার কথা রয়েছে নায়ক শাকিব খানের। প্রথম আলোর সঙ্গে আলাপে গতকাল বুধবার রাতে তেমনই জানান এই সিনেমার পরিচালক রাশেদ রাহা। ‘নোলক’ রাশেদ রাহার প্রথম সিনেমা। এর আগে এই পরিচালক কয়েকটি নাটক নির্মাণ করেন। ‘নোলক’ তাঁর স্বপ্নের শুরু। এই সিনেমার প্রযোজকও একজন তরুণ। দুই তরুণের এই মেলবন্ধনকে স্বাগত জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘আমার এই সিনেমা আধুনিক ও মানসম্মত বাংলা সিনেমা। যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ভালো বাংলা সিনেমা নির্মাণ করা যায়, এটি হবে তার উদাহরণ। আর তা তরুণেরাই করে দেখাবে।’ তরুণ এই পরিচালক ও প্রযোজকের ওপর আস্থা রাখছেন শাকিব খান। তিনি বলেন, ‘আমরা যদি বলিউডের দিকে তাকাই, সেখানেও দেখব, সুপারস্টাররা নতুনদের ওপর ভরসা রেখে দারুণ সব সিনেমা দর্শকদের উপহার দিচ্ছেন। আমি বিশ্বাস করি, নতুনেরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শকের রুচিকে প্রাধান্য দিতে পারে। নতুন নির্মাতারা ভবিষ্যতে বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যাবে। তাই তো নতুনদের ওপর আমার ভরসা অনেক বেশি।’ রাশেদ র...

স্যামি থাকতে রাজশাহীর ভয় কী!

রাজশাহী কিংসের টপ অর্ডারের ব্যাটসম্যানেরা বেশ স্বস্তিতে আছেন। বেশ নির্ভারে তাঁরা ব্যাট করতে পারেন। রান বেশি করুন কিংবা কম, শেষের ঝড় তো প্রায় নিশ্চিত। ড্যারেন স্যামি আছেন না। দলের প্রয়োজন হলেই শেষ দিকে নেমেই ঝড় তোলেন। আজও উঠল ঝড়। সে ঝড়ের কাছে আসলে হেরে গেল চিটাগং ভাইকিংস। দ্বাদশ ওভারে মুশফিক আউট হতে নেমেছিলেন। দলের রান তখনো ১০০ পেরোয়নি। দলের রান দেড় শ ছাড়িয়ে শেষ ওভারে আউট হয়েছেন। এর মাঝেই গ্যালারির সৌভাগ্য হয়েছে স্যামি-ঝড় দেখার। অন্য প্রান্তে জেমস ফ্র্যাঙ্কলিনের ওয়ানডে গতির (৩০ বলে ৩০ রান) ইনিংসের পরও ওভারপ্রতি ৮ রান উঠেছে স্যামির সুবাদেই। ২৫ বলে ৪০ রান করতে দুটি চার মেরেছেন আর ৩টি স্যামি-সুলভ ছক্কা। এক ম্যাচ আগেই ১৪ বলে ৪৭ রানের এক ইনিংসে ম্যাচের রূপ বদলে দিয়েছেন কিংস অধিনায়ক। আজও শেষ পর্যন্ত দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিল স্যামির এই ইনিংস। রাজশাহীর জন্য চিন্তার বিষয় পরের ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না তারা। সন্তান সম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে সেন্ট লুসিয়ায় যাচ্ছেন স্যামি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ফেরার কথা তাঁর।

আউট হওয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে আনলেন তামিম

কেভিন কুপার মাঠ থেকে বেরিয়েই যাচ্ছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে আনলেন তামিম ইকবাল। অনিন্দ্য সুন্দর এক দৃশ্য দেখা গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।  ১৮তম ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে বোলার ডিজে ব্রাভোর সঙ্গে কুপারের সংঘর্ষ! পিচের ওপর ছিটকে পড়লেন ব্রাভো! দৌড়ানোর চেষ্টা না করে নিজ থেকেই থেমে গেলেন কুপার। অন্য প্রান্তে রানআউট ঢাকা ডায়নামাইটসের টেল এন্ডের ব্যাটসম্যান! রানআউট ভেবে কুপার হাঁটা ধরেছিলেন ড্রেসিংরুমের দিকে। ইচ্ছাকৃত নয় তবুও অপ্রত্যাশিত সংঘর্ষ। তামিম ছুটে গিয়ে তাঁকে থামালেন। আম্পায়ার ও ঢাকা কোচ খালেদ মাহমুদের সঙ্গে কথা বলে আবারও কুপারকে উইকেটে ফিরিয়ে আনলেন। শূন্য রানে আউট হতে পারতেন। কিন্তু তামিমের ঔদার্যে সেই কুপার শেষ পর্যন্ত অপরাজিত ৫ বলে ৯ রান করে। সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ সালাউদ্দিন মনে করেন দৃষ্টান্ত স্থাপন করেছেন তামিম, ‘অামরা চাইলে তাকে (কুপার) নাও ফেরাতে পারতাম। তামিম গ্রেট স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। এটা তামিমের মহানুভবতা। ক্রিকেটে একটা উদাহরণ হয়ে থাকবে এটা।’ ম্যাচটা জেতা তখন কঠিন হলে অসম্ভব নিশ্চয়ই ছিল না। যদি কুপারই ম্যাচটা জিতিয়ে ফিরতেন!...

মোস্তাফিজকে ছাপিয়ে অনিক

মোস্তাফিজ ফিরেছেন, কিন্তু ফিজ ফিরবেন কবে? এমন আকুতি উঠছিল চার পাশ থেকেই। চোট কাটিয়ে মোস্তাফিজকে ঠিক আগের মতো বল করতে দেখা যাচ্ছিল না। আজ সে হতাশা কাটিয়ে উঠেছেন ফিজ, দুর্দান্ত বল করেছেন। কিপটে বোলিংয়ে দুটি উইকেট পেয়েছেন, দারুণ একটি ক্যাচও বানিয়ে দিয়েছেন। কিন্তু মোস্তাফিজের ফেরার দিনে আলোচনায় আরেক বাঁহাতি পেসার, কাজী অনিক!  অনূর্ধ্ব-১৯ দলের এই বাঁহাতি পেসার আজই প্রথম নামলেন বিপিএলে। অভিষেক ম্যাচ কীভাবে রাঙাতে হয়, সেটাও দেখিয়ে দিলেন। ৩.২ ওভার বল করেছেন। তাতে ১৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট পাওয়া মোস্তাফিজও পেছনে পড়ে গেছেন। আড়ালে পড়ে গেছেন ৪ ওভারে মাত্র ১৫ রান দেওয়া উসামা মিরও। তিন বোলারের এমন বোলিংয়ে জয়ী দলের নামটাও পরিষ্কার, রাজশাহী কিংস। চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারিয়েছে রাজশাহীর রাজারা। শুরুটা অবশ্য মোহাম্মদ সামি করেছেন। শুরুতেই বিপজ্জনক লুক রনকিকে ফিরিয়ে দিয়েছেন। একটু পরেই ফর্ম খুঁজতে থাকা সৌম্যকে আউট করেছেন মোস্তাফিজ। বাকি কাজটা অনিক-মিররা সেরেছেন। মোস্তাফিজসহ এ তিনজন এমনভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধলেন স্বাগতিক দলকে—১৫৮ রানের লক্ষ্যে মাত্র...

ক্রিকেটও খেলছেন রেসলার জন সেনা

ইউ কান্ট সি মি!’ এটুকু বললেই সবাই বুঝে নেন কার কথা বলা হচ্ছে। ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন জন সেনা! প্রতিদ্বন্দ্বীকে শেষবারের মতো কুপোকাত করার আগে এ কথা শুনিয়ে দেন বিখ্যাত এই রেসলার। এই ‘না দেখতে পাওয়া’ লোকটা যদি ক্রিকেট খেলতে নেমে পড়েন তাহলে তো বিরাট ঝামেলা। সেই ঝামেলাতে পড়তে হয়েছে ওয়াটসনকে, তাঁর বিপক্ষে ক্রিকেট খেলতে নেমেছেন এই রেসলার। বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্সের পক্ষে প্রচারণায় নেমেছেন জন সেনা। এই রেসলারকে ক্রিকেটে তালিম দেওয়ার দায়িত্ব নিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। হাজার হলেও জন সেনার মতো তারকা কি শুধু ব্যাটিং বা বোলিংয়ে তুষ্ট থাকেন! জন সেনাও ব্যাটিংটা শিখে নেওয়ার চেষ্টা করেছেন দ্রুত। বেসবলের ঢঙে ব্যাট ধরে অবশ্য সুবিধা করতে পারেননি। অন্যদের কাছে ‘অদৃশ্য’ রেসলার কেন যেন বল দেখতে পাচ্ছিলেন না। তাতেও অবশ্য শিক্ষক সাহেব বেজায় খুশি। ওয়াটসন টুইট করেছেন, ‘জন সেনার সঙ্গে দুর্দান্ত এক দিন কাটালাম। চ্যাম্পিয়নদের হয়ে সেরারাই ব্যাট করে!’ জন সেনাকে ক্রিকেট খেলতে দেখে ভক্তরা যে খুশি সেটা না বললেও চলছে। এমনকি মিচেল জনসনও নিজের খুশির কথা জানিয়ে দিয়েছেন ওয়াটসনের ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...

বিপিএলে দেশের মান রাখছেন বোলাররাই

হাল ফিলের ক্রিকেট ব্যাটসম্যানদের। বোলাররা সেখানে কচুকাটাই হয়ে থাকেন। টি-টোয়েন্টিতে ব্যাপারটা আরও বেশি করে চোখে পড়ে। আর তাই দলগুলোর নির্ভরতার পাল্লাও ক্রমশ ব্যাটসম্যানুমখী। বাংলাদেশ দলও এর বাইরে নয়। তামিম ইকবালের ভালো শুরু কিংবা মিডল অর্ডারে দু-একজন দাঁড়িয়ে গেলে আমরা জয়ের স্বপ্ন দেখি। বোলারদের ওপর সেই আস্থা তৈরি হলেও তা এখনো শক্ত ভিত্তি পায়নি। কিন্তু বিপিএলের পরিসংখ্যান বলছে উল্টো কথা।  সিলেট-ঢাকা-চট্টগ্রাম পর্ব শেষ করে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। এখনো নিজেদের মধ্যে ব্যক্তিগত পারফরম্যান্সের লড়াইয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা পেছনে পড়ে গেছেন বোলারদের। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ পাঁচজনই বাংলাদেশের বোলার! অথচ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশি মাত্র একজন! তিনি আবার সাকিব-তামিম-মুশফিক কেউই নন; মাহমুদউল্লাহ। ৯ ম্যাচে ৩২২ রান নিয়ে তালিকার শীর্ষে রংপুর রাইডার্সের রবি বোপারা। সমান ম্যাচে তাঁর থেকে ২ রান পিছিয়ে ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। চিটাগং ভাইকিংসের লুক রনকি ২৭৩ (৯ ম্যাচ) রান নিয়ে তৃতীয়। খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ তাঁর থেকে ...

৬২ বছরে বাবা!

মিস্টার বিন’ নামে খুব পরিচিত ব্রিটিশ তারকা রোয়ান অ্যাটকিনসনের নতুন খবর শুনেছেন? তিনি আবার বাবা হচ্ছেন! তাঁর এখন বয়স ৬২ বছর। প্রেমিকা লুইস ফোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। এই অভিনেত্রীর বয়স এখন ২৯। তিন বছর যাবৎ তাঁরা একসঙ্গে আছেন। গতকাল রোববার গর্ভবতী লুইস ফোর্ডের ছবি প্রথম সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর এই জনপ্রিয় অভিনেতার বাবা হওয়ার খবর সামনে চলে আসে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা সন্তানের মুখ দেখতে পাবেন। ‘দ্য কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকে কাজ করতে গিয়ে তাঁদের প্রথম পরিচয় হয়। রোয়ান অ্যাটকিনসনের প্রথম স্ত্রী বিবিসির মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রী (৫৫)। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। কারণ হিসেবে তখন আদালতে রোয়ান অ্যাটকিনসনের সঙ্গে সুনেত্রা ‘মতের অমিল’কে তুলে ধরেন। দুই পক্ষের সঙ্গে কথা বলে আদালত দ্রুত তাঁদের বিবাহবিচ্ছেদ কার্যকর করেন। এই দম্পতির দুই সন্তান—ছেলে বেনের বয়স ২৩ আর মেয়ে লিলির ২১। বছর তিনেক আগে নিজের নামের শেষাংশ থেকে বাবাকে বাদ দেন নৃত্যশিল্পী লিলি। এরপর তিনি মাকে বেছে নেন। সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লুইস ফোর্ডের প্রেমে পুরোপুরি জ...

যৌন হেনস্তাকারী অ্যান্ড্রু ক্রেসবার্গকে বরখাস্ত

যৌন নিপীড়নের অভিযোগে পরিচালক ও নাট্যকার অ্যান্ড্রু ক্রেসবার্গকে বরখাস্ত করেছে ওয়ার্নার ব্রাদার্স। এই নির্মাতা প্রতিষ্ঠানে কয়েক বছর ধরে তাঁর বিরুদ্ধে অনেক যৌন হেনস্তার অভিযোগ জমা পড়েছে। তাঁদের মধ্যে আছেন ১৫ জন নারী ও ৪ জন পুরুষ। যৌন নিপীড়নের শিকার যাঁরা হয়েছেন, তাঁদের মতে, ক্রেসবার্গ কাজের জায়গা এতটাই বিষাক্ত করে তুলেছিলেন যে তাঁরা কাজ ছাড়তে বাধ্য হয়েছেন। ওয়ার্নার ব্রাদার্স থেকে জানানো হয়েছে, এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। কাজের জায়গায় কেউ অস্বস্তিকর পরিবেশ তৈরির চেষ্টা করলে, তা কখনো মেনে নেওয়া হবে না। এদিকে এসব অভিযোগের কোনোটাই স্বীকার করেননি অ্যান্ড্রু ক্রেসবার্গ। তিনি দাবি করেছেন, কারও সাজ কিংবা পোশাক নিয়ে তিনি মন্তব্য করেছেন ঠিকই, কিন্তু তা সব সময় একজন পরিচালকের দৃষ্টিকোণ থেকে বলেছেন। নারীদের সঙ্গে সৌজন্যমূলক কোলাকুলি বা চুম্বন বিনিময় করলেও তা কখনো অশালীন আচরণের পর্যায়ে পড়েনি। ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে ২০১৫ সাল থেকে চুক্তিবদ্ধ ছিলেন অ্যান্ড্রু ক্রেসবার্গ। এ পর্যন্ত তিনি জনপ্রিয় টেলি সিরিজ ‘অ্যারো’, ‘দ্য ফ্ল্যাশ’ ও ‘সুপারগার্ল’ উপহার দিয়েছেন। ভ্যারাইটি, দ্য হলিউড রিপোর্টার...

দরজা আর খুলছে না

ঘটনাটি ঘটে শামিম আহমেদ পরিচালিত  বসগিরি  ছবির সেটে। সে ছবির শুটিং হচ্ছিল এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের চত্বরে। দৃশ্যটি ছিল এমন—হিরোইন মেজাজ খারাপ করে একটা গাড়িতে করে নেমে আসবেন। তাঁর এক হাতে পিস্তল ও আরেক হাতে ড্রাইভ করে দ্রুত আসবেন। গাড়ি থামিয়ে দরজা খুলে বের হবেন তিনি। তো শুটিং ইউনিট সবাই রেডি। ক্যামেরা চলছে। গাড়ি এসে থামল। এক হাতে পিস্তল ও অন্য হাতে দিয়ে গাড়ি চালিয়ে আসছি। প্রচণ্ড রাগ করে দরজা খুলব। কিন্তু দেখা গেল দরজা আর খুলছে না। ডিরেক্টর বললেন, ‘কাট’। শট হয়ে গেল এনজি। দ্বিতীয়বার শট নিতে গিয়েও দেখা গেল একই দশা। এবার তৃতীয়বার যখন দরজা খুলে বের হব তখন দেখা গেল পিস্তল হাতে নিতে আমার মনে নেই। তৃতীয় শটও হলো এনজি। চতুর্থবার শটটি ওকে হলো। পুরোনো ধরনের স্পোর্টস গাড়ি হওয়ার কারণে দরজা বারবার আটকে যাচ্ছিল। এটি ছিল আমার প্রথম ছবি। একদিকে প্রথম ছবি, অন্যদিকে বারবার এনজি শট হচ্ছে। একটু টেনশন হচ্ছিল। অনুলিখিত

আবার শাকিব-শ্রাবন্তী

যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে নতুন শাকিবকে পেয়েছেন দর্শকেরা। কলকাতার মেয়ে শ্রাবন্তীর সঙ্গে ছবিটি দারুণ আলোচিত হয়। দুই বাংলার এই দুই তারকা জুটি গড়তে যাচ্ছেন আবার। ছবির নাম ‘বয়ফ্রেন্ড’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সেলিম খান। গতকাল মঙ্গলবার দুপুরে নিজের বাসায় ছবির চুক্তিপত্রে সই করেন শাকিব খান। নায়িকা হিসেবে শ্রাবন্তীকে তিনিই নির্ধারণ করেন। সেলিম খান বলেন, ‘আমার সামনে শাকিব ফোনে শ্রাবন্তীর সঙ্গে কথা বলেছেন। শ্রাবন্তী কাজটি করতে রাজি আছেন।’ শাকিব খান বলেন, ‘“শিকারী” ছবিতে আমাদের দুজনকে দারুণভাবে নিয়েছেন দর্শকেরা। এবারও ভালো কিছু একটা হতে পারে।’ শাকিব চুক্তিবদ্ধ হলেও এখনো চুক্তি সই করেননি শ্রাবন্তী। কলকাতায় রানা ব্যানার্জির ‘ডিসেম্বর’ ছবির শুটিং সেট থেকে গতকাল বিকেলে শ্রাবন্তী মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘শাকিবের সঙ্গে কথা হয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ করব।’ ‘বয়ফ্রেন্ড’ ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। আগামী জানুয়ারি থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনার কথা জানান তিনি।

গোয়ায় জয়া আর তাঁর ‘বিসর্জন’

ভারতের গোয়ায় ৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আজ রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় দেখানো হচ্ছে ‘বিসর্জন’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা জানিয়েছেন এই ছবির অভিনেত্রী জয়া আহসান। পাশাপাশি তিনি স্মরণ করেছেন প্রয়াত সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। জয়া লিখেছেন, ‘গোয়ায় আইএফএফআইয়ে “বিসর্জন” দেখানো হবে আজ। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। এ সময় খুব মনে পড়ছে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। ছবিটির সংগীতে অবদান রেখেছেন তিনি। “বিসর্জন” ছবির সব অর্জন আমরা কালিকাদার স্মৃতির প্রতি উৎসর্গ করছি।’ জয়া জানিয়েছেন, এ উৎসবে অংশ নেওয়ার জন্য তিনি এখন গোয়ায় আছেন। তাঁর সঙ্গে আরও আছেন ‘বিসর্জন’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি ও অভিনয়শিল্পী আবির চট্টোপাধ্যায়। ফ্লাইট থেকে কৌশিক গাঙ্গুলি তাঁদের সঙ্গে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডের (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হয়ে...

নিজেকে আবিষ্কারের সুযোগ

বিশ্বমঞ্চে দাঁড়ানোর আত্মবিশ্বাস গড়ে দেয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ছাত্রী জায়মা ইসলাম মনে করেন, এটিই এইউডব্লিউর সবচেয়ে বড় শক্তির জায়গা। জায়মার সহপাঠীদের অনেকে চট্টগ্রামে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি নিজেও স্নাতকোত্তর করেছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজম থেকে। এখন ইংরেজি দৈনিক  ডেইলি স্টার –এ কর্মরত। নিজের অভিজ্ঞতা থেকে জায়মা বলছিলেন, ‘এইউডব্লিউতে কারিকুলাম একটু আলাদা। ফার্স্ট ইয়ার থেকেই আমাদের ইন্টার্নি শুরু হয়ে যায়। যেমন আমি চট্টগ্রামের রাউজানে গিয়েছিলাম গ্রামের মহিলাদের ওপর একটা জরিপ করতে। এইউডব্লিউ এসব কাজে খুবই অনুপ্রাণিত করে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিশ্বের বড় বড় উন্নয়ন সংস্থায় আমাদের মেয়েরা কাজ করছে। বড় স্বপ্ন দেখার, আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা পেয়েছিলাম।’ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়টিতে পড়তে শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তানসহ বিশ্বের নানা দেশ থেকে ছাত্রীরা এ দেশে আসছেন। আ...

সুসম্পর্ক রেখেই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখেই সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চায়। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিকভাবে যে সমর্থন বাংলাদেশ পেয়েছে, এত বড় কূটনৈতিক সাফল্য বোধ হয় আর কোনো দিন পায়নি। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রদূত সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় ‘শান্তি ও জনগণের জন্য কূটনীতি’ শীর্ষক তিন দিনের এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে ৫৭ জন রাষ্ট্রদূত অংশ নিচ্ছেন। ১৯৭৮ সালের পর থেকে বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে চলে আসার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক চাপ রয়েছে। কিন্তু দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অন্তত একটা সমঝোতা করতে পেরেছি, যার মাধ্যমে আমরা আশা করি, অন্তত মিয়ানমারের এই নাগরিকদের ফেরত পাঠাতে পারব।’ মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই…তারপরও যেহেতু প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশের সঙ্গে আমরা ...

শার্টের দাম ৯০ হাজার রুপি!

কারিনা কাপুর খানের জন্ম ও বেড়ে ওঠা কাপুর খানদানে। বউ হয়ে এসেছেন পাতৌদির নবাব পরিবারে। একজন বেগমের চালচলনে রাজকীয় ভাব থাকবে, এটাই স্বাভাবিক। আর তা কারিনা প্রমাণ করছেন পদে পদে। এই নায়িকা জিমে যান আর বিমানবন্দরে, শুটিংয়ে থাকুক আর ছুটিতে, সব সময়েই নিজেকে স্টাইলিশভাবে উপস্থাপন করেন। গত বুধবার নিজের ‘গার্লস গ্যাং’-এর সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন কারিনা। পার্টিতে তাঁর পরনে ছিল হলুদ রঙের একটি রেশমের শার্ট। গুচি ব্র্যান্ডের এই শার্টের দাম ৯০ হাজার ৩৭০ রুপি। প্রায় এক লাখের কাছাকাছি মূল্যের এই শার্টের মধ্যে এমন কী আছে যে এর এত দাম? স্বর্ণখচিত নয়, কোনো মণিমুক্তাও নেই এতে। খুব সাধারণ প্রিন্টের একটি সিল্কের শার্ট। কলারের কাছে লাল বো বাঁধা। সাধারণ কিন্তু সুন্দর এই শার্ট নামী ব্র্যান্ডের বলেই এত দাম। সাধারণ মানুষের কাছে এটি আকাশচুম্বী মনে হলেও পাতৌদির বেগম কারিনার জন্য এই দামের পোশাক কেনা কোনো ব্যাপারই না। সম্প্রতি এই নায়িকা ডিজাইনার মনীষ মালহোত্রার এক ফ্যাশন শোতে অংশ নিতে কেনিয়া যান। সাদা রঙের লেহেঙ্গায় শো স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন কারিনা। নাইরোবিতে শো শেষ করেই মুম্বাইয়ে ছেলের কাছে উড়াল দেন। কার...

ছবির সঙ্গে যাঁরা জড়িত, এ সাফল্য তাঁদের সবার

দুবাই, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ ১৪টি শহরে ঘুরেছি। এসব দেশে প্রায় ৪০টি শো হয়েছে ছবিটির। এখনো নতুন নতুন শহরে শো করার প্রস্তুতি চলছে। আমরা সাধারণত প্রিমিয়ার শোগুলোতে অংশ নিয়েছিলাম। বেশ সাড়া পেয়েছি। দেশের বাইরে বাংলাদেশি ছবি দেখার জন্য এত মানুষের ভিড় আগে শুনিওনি, দেখিওনি। কেমন অভিজ্ঞতা? অবাক হয়েছি। ইতালির ভেনিস শহরের ৮৫০ আসনের একটি হল প্রিমিয়ার শো শুরুর আগেই পূর্ণ হয়ে গিয়েছিল। বাইরে প্রায় একই সংখ্যক দর্শক পরের শো দেখার জন্য অপেক্ষা করেছেন। দেশের বাইরে বাংলাদেশি চলচ্চিত্রের এই চিত্র দেখে সত্যিই খুব ভালো লাগছিল। যেসব জায়গায় ঘুরেছি, সবখানেই ছবিটি নিয়ে দর্শকদের দারুণ আগ্রহ দেখেছি। শোয়ের আগে, পরে তাঁদের সঙ্গে ভালো সময় কেটেছে। তাঁরা আমাদের সঙ্গে সেলফি তুলেছেন, ছবির পেছনের গল্প শুনেছেন। পুরো সফর থেকে একটা শিক্ষা পেয়েছি, বছরে পাঁচটি ছবি করলেও অন্তত তিনটি  ঢাকা অ্যাটাক  মানের ছবিতে কাজ করতে চাই। শুক্রবার মুক্তির ৫০তম দিন পার করল ‘ঢাকা অ্যাটাক’। এখনো দেশ-বিদেশের একাধিক হলে চলছে। এ সাফল্যকে কীভাবে দেখছেন? ভালো গল্প, ভালো অভিনয়, ভালো উপস্থাপন, সেই সঙ্গে অবকাঠামোগত সহযোগিতা থাকলে ছব...

Some Bali flights resume after volcano eruption

Some international airlines have resumed flights to Bali on Sunday after the Indonesian island’s Mount Agung volcano erupted for the second time in less than a week on Saturday evening. Carriers said they were assessing the situation on Sunday morning with several airlines including Qantas, Jetstar and Virgin resuming flights, which were disrupted after the volcano sent a grey-black plume of ash and steam at least 1,500 meters (4,920 ft) into the sky. Flights affected also included those operated by KLM and AirAsia. Routes to Bali from several cities in Australia, the Netherlands and Malaysia were canceled and re-routed on Saturday night and early Sunday morning as a result of the eruption. Jetstar said its pilots had determined the improved conditions in Bali to be safe for flying. “Most scheduled flights to and from Bali today will operate,” Jetstar said in a release on its website. Jetstar added a warning to passengers that because both the volcano and the ash cloud...

Mashrafe’s top innings

It will not be an overestimation if one says Bangladesh ODI skipper Mashrafee is now a cornerstone for Bangladesh cricket. Though Mashrafe started his career as a pacer, he proved himself as a priceless member of the team with his all-rounder performance many times. Mashrafe played several exploding innings to salvage his side all through his career. His most recent 42 off 17 balls innings was against Chittagong Vikings that sealed last-ball victory for his side in a BPL match this year. Mashrafe’s other five powerful innings are bellow: 104 off 51 balls against Sheikh Jamal in 2016 It was a Dhaka Premier League match in which Mashrafe’s side, Kalabagan Krirachakra, took on Sheikh Jamal Dhanmondi Club. On fire Mashrafe made history hitting 104-run ton, a quickest century in the history of list ‘A’ team. The record is still unchased.  56 off 32 balls against Chittagong Vikings in 2015 It has now been a rule that Chittagong is the most favourite team to score big for...

Schoolgirl ‘abducted, raped’ for 4 days

A schoolgirl was allegedly abducted and raped in confinement for four days in Melndaha upazila of Jamalpur, reports UNB. The victim, a class-VIII student, was found near Durmuth railway station mosque in the upazila early Sunday when she was seriously ill. She was admitted to Melandaha Upazila Health Complex, said officer-in-charge of Melandaha police station Md Majharul Karim. The schoolgirl stays at her grandfather’s (mother’s father) house while her parents live in Dhaka. She said local Mozammel Hossain and his accomplices abducted her while she was going to a coaching centre at Nayanagar village on 22 November and confined her to a house. Mozammel violated the girl for four days and threw her near Durmuth railway station mosque in the early hours of Sunday, the victim said, adding that she was given milk, biscuit and juice laced with sedatives for the days. Victim’s father filed a case with Melandaha police station in this regard.

দেড় হাজার রাখাইনবাসী মিজোরামে

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের জের ধরে প্রায় দেড় হাজার মানুষ পালিয়ে ভারতের মিজোরামের লংতলাই জেলায় আশ্রয় নিয়েছেন। রোববার সরকারি সূত্র এই খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা মিজোরামের রাজধানী আইজলে সাংবাদিকদের জানান, রাখাইন থেকে পালিয়ে আসা প্রায় সবাই বৌদ্ধ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের। ভয়ে তাঁরা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। তাঁরা লংতলাইয়ের বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের সঙ্গে তাঁদের ভাষার মিল থাকায় গ্রামবাসীরাই তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাখাইন থেকে পালিয়ে আসা মানুষদের গ্রামীণ কমিউনিটি হলের পাশাপাশি স্কুল-কলেজে আশ্রয় দেওয়া হয়েছে। গ্রামবাসীদের কেউ কেউ নিজেদের বাড়িতেও আশ্রয় দিয়েছেন কয়েকজনকে। এর আগে আরও তিন বার এভাবে রাখাইন রাজ্য থেকে মানুষ মিজোরামে আশ্রয় নেয়। গ্রামের মানুষই প্রশাসনকে খবর দিয়েছে বলে জানা গেছে। তাঁরাই স্থানীয়ভাবে চাঁদা তুলে শরণার্থীদের খাবারের বন্দোবস্ত করছে।

BNP accuses govt of ‘selling’ itself to Myanmar

The Bangladesh Nationalist Party (BNP) secretary general Mirza Fakhrul Islam Alamgir on Sunday alleged that the government has 'sold itself' to Myanmar through signing the Rohingya repatriation instrument with the neighbouring country.  "Under which compulsion have you [govt] sold yourself to Myanmar without understating the country's interests? You should tell the nation from where you received the pressure to do so," he said. Fakhrul came up with the comments while speaking at a discussion arranged by Jatiyatabadi Swechchhasebak Dal, the voluntary wing of BNP, at the Institution of Diploma Engineers, Bangladesh, marking BNP senior vice-chairman Tarique Rahman's 53rd birthday. Earlier on Thursday, Bangladesh and Myanmar signed Memorandum of Understanding (MoU) on the Rohingya repatriation with high hopes that the forcibly displaced Rohingyas would start returning to their homeland within the next two months. Foreign minister Abul Hassan Mahmood...

এক ইনিংসেই এত রেকর্ড কোহলির!

চাপে যে কোহলি ভালো খেলেন, সেটা পুরোনো কথা। ওয়ানডেতে রান তাড়ার চাপের সেঞ্চুরি করার ইচ্ছা জাগে তাঁর। তাই বিরাট কোহলি যে অধিনায়কের দায়িত্ব পেলেই দুর্দান্ত হয়ে উঠবেন, সেটা তো বলা বাহুল্যই! টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পরপরই করে ফেললেন পাঁচ-পাঁচটি ডাবল সেঞ্চুরি। কোহলির দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০৫ রানের লিড পেয়েছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরির অপেক্ষাতে ছিলেন বলেন এত দেরি করেছেন কোহলি। না হলে শ্রীলঙ্কাকে চাপে ফেলার কাজটা তো সেরে ফেলেছিলেন অনেক আগেই। শর্মা যখন সেঞ্চুরি পেলেন (১০২), ততক্ষণে ভারতের স্কোর ৬ উইকেটে ৬১০। তৃতীয় দিনেই জয়ের স্বাদ পেতে শুরু করেছে ভারত। এর আগে অবশ্য রেকর্ড ভাঙা-গড়ার এক দারুণ খেলায় মেতে উঠেছিলেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে মার্চে গড়েছিলেন প্রথম কোনো অধিনায়ক হিসেবে টানা চার টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি গড়ার রেকর্ড। এরপর দুটি সিরিজ ঠিক ব্যাটে-বলে হয়নি। আজ শ্রীলঙ্কান বোলারদের বাজে বোলিংয়ের সর্বোচ্চ ফায়দা তুলে পেয়ে গেলেন নিজের পঞ্চম ডাবল সেঞ্চুরি। ২৬৭ বলে ১৭ চার ও ২ ছক্কায় তুলেছেন ২১৩ রান। প্রায় ওয়ানডে গতিতে ছোটা এ ইনিংসেই ব্রায়ান লারাকে ছুঁয়েছেন। টেস্টে এত ...

চট্টগ্রামে তামিম সবই পেলেন, শুধু জয়টা ছাড়া

নাহ, তামিম ইকবাল ভুল বলেননি! ‘আমি যেহেতু এখানকার ঘরের ছেলে, যে দলেই খেলি না কেন, আশা করি চট্টগ্রামের মানুষের কাছ সমর্থন পাব।’ তা তিনি পেয়েছেনও। কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক যখন ব্যাটিং করছিলেন, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকঠাসা গ্যালারিতে যে শব্দটি বেশি ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছিল, তা হলো তামিম, তামিম! চট্টগ্রাম কাল তামিমকে দুহাত ভরেই দিতে চেয়েছিল। কিন্তু দলীয় ব্যর্থতায় ম্লান হয়েছে ‘লোকাল হিরো’র উজ্জ্বল পারফরম্যান্স। ঊরুর চোট কাটিয়ে বিপিএলে ফেরার পর প্রথম তিন ম্যাচে ভালো করতে পারেননি। ৪, ২১ ও ১৮ রানের পর কাল খেললেন ৬৩ রানের অসাধারণ ইনিংস। এবার বিপিএলে শুধু নিজের প্রথম ফিফটিই পাননি, আরও একটি কীর্তিও গড়েছেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে চার হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ১৪৯টি টি-টোয়েন্টিতে ২৯.৭৪ গড়ে ২ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে তাঁর রান এখন ৪০১৫। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে সাকিব আল হাসান। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা বাঁহাতি অলরাউন্ডারের ২৪৬ ম্যাচে ২০.৪৩ গড়ে ১৪ ফিফটিতে রান ৩৮৪২। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানস...

অধিনায়ক হিসেবেও সেরা ব্যাটসম্যান কোহলি

ক্রিকেটে সবচেয়ে সহজ কাজ কোনটি? প্রশ্নটি বিরাট কোহলিকে করলে তিনি হয়তো সেঞ্চুরির কথা বলবেন। এই মুহূর্তে বিরাট কোহলি উইকেটে নামা মানেই যেন সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টেই ক্যারিয়ারের ৫১তম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। টেস্টে এটি তাঁর ১৯তম সেঞ্চুরি। কোহলির ৫১তম আন্তর্জাতিক সেঞ্চুরিটি ১৩০ বলে করা। বাউন্ডারি মেরেছেন ১০টি। আরও একটি দারুণ রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন তিনিই। এই ইনিংস দিয়ে তিনি ভারতীয় ক্রিকেটের জীবন্ত ‘কিংবদন্তি’ সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন। অধিনায়ক হিসেবে টেস্টে ১১টি সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার। অধিনায়ক হিসেবে নিজের ১২তম টেস্ট সেঞ্চুরিতে তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন ব্যাটিংয়ের আরেক ধারাবাহিকতার প্রতীক চেতেশ্বর পূজারাকে। এই প্রতিবেদন লেখার সময় ১৪৩ রান করে দাশুন শানাকার বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন পূজারা। ৩ উইকেটে ৪০৪ রান করে ১৯৯ রানে এগিয়ে আছে ভারত। উইকেটে কোহলির নতুন সঙ্গী অজিঙ্কা রাহানে। দুই-আড়াই বছর ধরেই রীতিমতো অবিশ্বাস্য ফর্মে রয়েছেন কোহলি। টানা চার টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুর...