কারিনা কাপুর খানের জন্ম ও বেড়ে ওঠা কাপুর খানদানে। বউ হয়ে এসেছেন পাতৌদির নবাব পরিবারে। একজন বেগমের চালচলনে রাজকীয় ভাব থাকবে, এটাই স্বাভাবিক। আর তা কারিনা প্রমাণ করছেন পদে পদে। এই নায়িকা জিমে যান আর বিমানবন্দরে, শুটিংয়ে থাকুক আর ছুটিতে, সব সময়েই নিজেকে স্টাইলিশভাবে উপস্থাপন করেন। গত বুধবার নিজের ‘গার্লস গ্যাং’-এর সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন কারিনা। পার্টিতে তাঁর পরনে ছিল হলুদ রঙের একটি রেশমের শার্ট। গুচি ব্র্যান্ডের এই শার্টের দাম ৯০ হাজার ৩৭০ রুপি।প্রায় এক লাখের কাছাকাছি মূল্যের এই শার্টের মধ্যে এমন কী আছে যে এর এত দাম? স্বর্ণখচিত নয়, কোনো মণিমুক্তাও নেই এতে। খুব সাধারণ প্রিন্টের একটি সিল্কের শার্ট। কলারের কাছে লাল বো বাঁধা। সাধারণ কিন্তু সুন্দর এই শার্ট নামী ব্র্যান্ডের বলেই এত দাম। সাধারণ মানুষের কাছে এটি আকাশচুম্বী মনে হলেও পাতৌদির বেগম কারিনার জন্য এই দামের পোশাক কেনা কোনো ব্যাপারই না।সম্প্রতি এই নায়িকা ডিজাইনার মনীষ মালহোত্রার এক ফ্যাশন শোতে অংশ নিতে কেনিয়া যান। সাদা রঙের লেহেঙ্গায় শো স্টপার হিসেবে র্যাম্পে হাঁটেন কারিনা। নাইরোবিতে শো শেষ করেই মুম্বাইয়ে ছেলের কাছে উড়াল দেন। কারিনার ‘ভিড়ে দি ওয়েডিং’ ছবির দিল্লি ও ফুকেট অংশের শুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজ এখনো শুরু হয়নি। কারিনা কাপুর খান, সোনম কাপুর ও স্বরা ভাস্কর অভিনীত এই ছবি মুক্তি পাবে ২০১৮ সালের ১৮ মে। বলিউড বাবল।
প্যারিসের আইফেল টাওয়ারে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। কে জিতবেন ‘ফ্রান্স ফুটবল’-এর এবারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার? স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ আগেই জানিয়েছে, ব্যালন ডি’অর-জয়ীর নাম ফাঁস হয়ে গেছে! ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকিও জানে সেই বিজয়ীর নাম। আর তাই এবারের বর্ষসেরা খেলোয়াড়টির অর্জনের স্মারক হিসেবে নাইকি সীমিতসংখ্যক বুট তৈরি করেছে, যার নাম ‘কুইন্টো ট্রাইয়ুনফো’, মানে ‘পঞ্চম সাফল্যে বিশেষ সংস্করণ’। বোঝাই যাচ্ছে, পুরস্কারটি কার হাতে উঠতে যাচ্ছে। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে ট্রফির সংখ্যা যাদের জানা, তাদের এটা সহজেই বোঝার কথা। মেসি ইতিমধ্যেই পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। রোনালদো আজ আইফেল টাওয়ারের ওপর দাঁড়িয়ে ডেভিড জিনোলার হাত থেকে ট্রফিটা পেলে চিরপ্রতিদ্বন্দ্বীর পাশে বসবেন। ইউরোপের সংবাদমাধ্যম কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়েছে, এবার ট্রফিটা রোনালদোর হাতেই উঠছে। নাইকির বিশেষ সংস্করণের বুট সংবাদমাধ্যমের এই নিদানের ভিত্তিকে আরও শক্ত করল। নাইকির সঙ্গে স্পনসর চুক্তি রয়েছে রোনালদোর। রিয়াল মা...
Comments
Post a Comment