নাচ-কমেডি-অভিনয়-রোম্যান্স— সত্যিই তাঁর জুড়ি মেলা ভার। গানের প্রতিও যে তাঁর বেশ আগ্রহ রয়েছে, সেটাও বোঝা গিয়েছিল সম্প্রতি। কয়েক মাস আগে ‘হিরো’ ছবিতে নিজের গলায় একটি গান গেয়েছিলেন সলমন। তবে এ বারের গান একেবারেই নিজের লোকের জন্য।বিয়ের ৫৩ বছর পূর্ণ করলেন সলমন খানের বাবা সেলিম খান ও মা সলমা খান। বিবাহবার্ষিকী উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিলেন সলমনের বোন অর্পিতা খান শর্মা। শনিবার অর্পিতারও বিয়ের দিন ছিল।খান পরিবারে এই ডবল সেলিব্রেশনের আমেজেই ফের নিজের সঙ্গীতপ্রীতির জানান দিলেন সলমন। উপস্থিত ছিল গোটা পরিবার। সেলিব্রেশনে যে ব্যান্ড এসেছিল পারফর্ম করতে, সেখানেই মাইক হাতে নিয়ে গান গেয়েছেন সলমন। ইনস্টাগ্রামে ‘ভাইজান’-এর একটি ফ্যানক্লাব শেয়ার করেছে সেই গানের ভিডিও।
বেশ সুর-ছন্দ মিলিয়েই সলমন গাইলেন, ‘জব কোই বাত বিগড় যায়ে...’’
শুনে নিন সলমনের সেই গান।
Comments
Post a Comment