আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ
ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য
দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন?
কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে
কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা।
ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা
কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।
অন্য প্রান্তে উইকেট পতনের
মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয়
স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার
ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর
কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই
ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে।
তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় নিলেন সাইফউদ্দিন।এর আগে প্রথম চার ব্যাটসম্যানের ত্রিশের কাছাকাছি চারটি ইনিংসে ১৬৭ রান তুলেছিল কুমিল্লা। সে রান তাড়া করতে না পেরে নিজেদের প্লে অফ যাত্রা অনিশ্চয়তার মাঝে ফেলে দিল ঢাকা।

তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় নিলেন সাইফউদ্দিন।এর আগে প্রথম চার ব্যাটসম্যানের ত্রিশের কাছাকাছি চারটি ইনিংসে ১৬৭ রান তুলেছিল কুমিল্লা। সে রান তাড়া করতে না পেরে নিজেদের প্লে অফ যাত্রা অনিশ্চয়তার মাঝে ফেলে দিল ঢাকা।
Comments
Post a Comment