উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ বিষয়ে আলোচনার জন্য ‘টেবিলে বসার’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় সফররত ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে সিউলে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করেন যাতে উ. কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা না লাগে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন, আগুন ও প্রমত্ত শক্তি নিয়ে উত্তর কোরিয়াকে জবাব দেয়া হবে। ট্রাম্প ৫ টি এশিয়া দেশ সফরের লক্ষ্যে এসেছেন যেখানে উ. কোরিয়ার পারমাণবিক হুমকির বিষয়টি আলোচ্যসূচির সবার উপরে রয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও মুন উ. কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার এই বিষয়ে আলোচনার টেবিলে আসাটা যৌক্তিক এবং সঠিক কাজটা করা। কারণ এটি শুধু উ. কোরিয়া নয় বরং পুরো মানবতার জন্য।
এই অঞ্চলে ব্যাপক সামরিক বাহিনী মোতায়েন করলে ট্রাম্প বলেন, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করি যেন উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে না হয়। দুই নেতা চীন ও রাশিয়াকে পিয়ংইয়ংয়ের উপর চাপ দিতে আহ্বান জানান। ট্রাম্প আরো যোগ করেন, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার অর্ডার দেবে। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি
Comments
Post a Comment