বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম...’
সুনীলের মতো রোমান্টিক হওয়ার দিন শেষ। ভালোবাসা প্রকাশে এখন নীল পদ্ম বা লাল গোলাপের খোঁজ নিতে চায় না কেউ। আর নীল পদ্ম খুঁজে দেওয়ার পরও যখন ‘কেউ কথা রাখে না’, তখন এত কষ্টের মানেও হয় না। মন জয় করতে হলে এই যুগে দরকার আইফোন। ২৫টি আইফোন টেন ব্যবহার করে বিয়ের প্রস্তাব দিয়েছেন চীনের এক প্রেমিক পুরুষ।
আইফোন নিয়ে চীনের লোকজনের পাগলামি নতুন কিছু নয়। আর এবার আইফোন টেন নিয়ে তো বিশ্বজুড়েই তুলকালাম চলছে। একটি আইফোন টেনের জন্য সবাই যখন হন্যে হয়ে ঘুরে ফিরছেন, চীনের শেংঝেনের এই গেম ডিজাইনার ২৫টি আইফোন কিনেছেন। ৩১ হাজার ডলার (বাংলাদেশি মূল্যমানে ২৫ লাখ টাকার কিছু বেশি) দিয়ে কেনা এই ২৫টি আইফোন দিয়ে সৃষ্টি করেছেন ভালোবাসার চিহ্ন ‘হার্ট’। গোলাপের পাপড়ির প্রেক্ষাপটের মাঝে সে হার্টের কেন্দ্রবিন্দুতে ছিল বিয়ের আংটি।
আইফোন নিয়ে চীনের লোকজনের পাগলামি নতুন কিছু নয়। আর এবার আইফোন টেন নিয়ে তো বিশ্বজুড়েই তুলকালাম চলছে। একটি আইফোন টেনের জন্য সবাই যখন হন্যে হয়ে ঘুরে ফিরছেন, চীনের শেংঝেনের এই গেম ডিজাইনার ২৫টি আইফোন কিনেছেন। ৩১ হাজার ডলার (বাংলাদেশি মূল্যমানে ২৫ লাখ টাকার কিছু বেশি) দিয়ে কেনা এই ২৫টি আইফোন দিয়ে সৃষ্টি করেছেন ভালোবাসার চিহ্ন ‘হার্ট’। গোলাপের পাপড়ির প্রেক্ষাপটের মাঝে সে হার্টের কেন্দ্রবিন্দুতে ছিল বিয়ের আংটি।
এমন প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতে এক মুহূর্ত দেরি করেননি তাঁর বান্ধবী। এরপরই বিস্মিত দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে হবু বরকে। প্রেমিক-প্রেমিকা দুজনই গেমার হওয়াতে বাজারের সবচেয়ে দামি ও গেম খেলার জন্য সেরা সেটটি বেছে নিয়েছেন প্রেমিক প্রবর। আর পাত্রীর বয়স ২৫ হওয়াতেই আইফোন সংখ্যা বেছে নিতে সমস্যা হয়নি।
তবে ২৫টি আইফোন টেনই নিজের কাছে রেখে দেননি হবু কনে। এমন অদ্ভুত প্রস্তাব দিতে যাঁরা সাহায্য করেছেন, সেই বন্ধুদের কৃতজ্ঞতা হিসেবে উপহার দিয়েছেন।
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment