পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, মাদক সেবীকে ঘৃণা না করে আদর-ভালোবাসা দিয়ে সুস্থ ও শান্তিময় জীবন ধারায় ফিরিয়ে আনতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিষয়ক এক আলোচনা সভা ও গুণীজন পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদক অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মাদক ও সন্ত্রাসকে সম্মিলিতভাবে ‘না’ বলতে হবে। মাদক সেবীকে ঘৃণা না করে পরিবারিক ও সামাজিকভাবে আদর-ভালোবাসা দিয়ে সুস্থ ও শান্তিময় জীবন ধারায় ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা। গত ১ বছরে ১০ হাজারের বেশি মাদক অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা ও পুনর্বাসনে অর্ধশতাধিক নতুন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের লাইসেন্স দেয়া হয়েছে।
আওয়ামী স্বাধীনতা লীগের সভাপতি ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ছাত্রলীগ নেতা এইচ এম মেহেদী হাসান, ফাউন্ডেশনের পরিচালক মো. খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
Comments
Post a Comment