মাত্র ৩ ওভারে ৫০ রান করার পর বিপিএলে বুধবারের ম্যাচে চিটাগাং ভাইকিংসের জয় অবধারিতই মনে হচ্ছিল। এই ৫০ রানের মধ্যে ৪৮ রানই আসে লুক রঞ্চির ব্যাট থেকে। কিন্তু নিউজিল্যান্ডের এই তারকা ৩৫ বলে ৭৮ রান করে আউট হওয়ামাত্র খেলার মোড় ঘুরে যায। তারা শেষ করে মাত্র ১৬৬ রানে।
রংপুর রাইডার্স যখন ব্যাট শুরু করে, ধারণা করা হচ্ছিল, তারাই সহজে জয় পাবে। কিন্তু না। এক তাসকিন ম্যাচ ঘুরিয়ে দিলেন। প্রথমে তিনি শাহরিয়ার নাফীসকে আউট করে ৪৯ রানের পার্টনারশিপ ভাঙেন এক দুর্ধর্ষ ইয়র্কারে। পরের বলে সামিউল্লাহ বিদায় নেন। তারপর সেট ব্যাটসম্যান রবি বোপারাকে শিকার করেন রান আউটের মাধ্যমে। খেলা বলতে গেলে এখানেই শেষ। বাকিটা আনুষ্ঠানিকতা। ১৩তম ওভারে ৩ উইকেটে ১০৫ থেকে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১৯ রান। এই অবস্থা থেকে উৎরাতে পারেনি রংপুর রাইডার্স।
ম্যাচে তারা হেরে যায় ১১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগাং ভাইকিস : ১৬৬/৪
রংপুর রাইডার্স ১৫৫/৮।
ম্যাচে তারা হেরে যায় ১১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগাং ভাইকিস : ১৬৬/৪
রংপুর রাইডার্স ১৫৫/৮।
১৬৭ রানের টার্গেট
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের সপ্তম ম্যাচে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৬৭ রানের টার্গেট দেয় চিটাগং ভাইকিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুতে ব্যাটিং-এ নেমে রংপুর বোলারদের উপর মারমুখী মেজাজ ধারন করেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক লুক রঞ্চি। রংপুরের মাশরাফির করা প্রথম ওভার থেকে দু’টি ছক্কায় ১২ রান তুলে নেন রঞ্চি।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের সপ্তম ম্যাচে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৬৭ রানের টার্গেট দেয় চিটাগং ভাইকিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুতে ব্যাটিং-এ নেমে রংপুর বোলারদের উপর মারমুখী মেজাজ ধারন করেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক লুক রঞ্চি। রংপুরের মাশরাফির করা প্রথম ওভার থেকে দু’টি ছক্কায় ১২ রান তুলে নেন রঞ্চি।
দ্বিতীয় ওভারে সোহাগ গাজীর ওভার থেকে তিনটি বাউন্ডারি তুলে নেন রঞ্চি। এরপর তৃতীয় ওভারে নাজমুল ইসলামের ওভার থেকে ৩টি ছক্কা ও এক বাউন্ডারি হাকাঁন রঞ্চি। তাতে ৩ ওভার শেষে বিনা উইকেটে চিটাগং-এর রান অর্ধশতক স্পর্শ করে। বিপিএলের ইতিহাসে দ্রুত ৫০ রান করা দল হিসেবে নাম লেখায় চিটাগং। এসময় রঞ্চির রান ছিলো ১৬ বলে ৪৮ ও আরেক ওপেনার সৌম্যর রান ছিল ২।
ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রঞ্চি। মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি পান এই ডান-হাতি ব্যাটসম্যান। বিপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুত হাফ-সেঞ্চুরি।
রঞ্চির হাফ-সেঞ্চুরি পূর্ণ হবার পরের ওভারেই আউট হয়ে যান সৌম্য। রংপুরের অধিনায়ক মাশরাফির শিকার হন তিনি। করেন ৭ বলে ৭ রান।
সৌম্যর বিদায়ের ক্রিজে রঞ্চির সঙ্গী হন শ্রীলংকার দিলশান মুনাবীরা। দ্বিতীয় উইকেটেও রানের চাকা সচল রেখেছিলেন তারা। ফলে ৬ ওভারেই ৬৯ রান পেয়ে যায় রংপুর। এমন অবস্থায় বড় স্কোরের স্বপ্নে বিভোর ছিলো চিটাগং।
সৌম্যর বিদায়ের ক্রিজে রঞ্চির সঙ্গী হন শ্রীলংকার দিলশান মুনাবীরা। দ্বিতীয় উইকেটেও রানের চাকা সচল রেখেছিলেন তারা। ফলে ৬ ওভারেই ৬৯ রান পেয়ে যায় রংপুর। এমন অবস্থায় বড় স্কোরের স্বপ্নে বিভোর ছিলো চিটাগং।
কিন্তু ১০ দশমিক ২ ওভারে দলীয় ৯৯ রানে রঞ্চি ও ১১৩ রানে মুনাবীরাকে তুলে নিয়ে চিটাগং-এর রানের লাগাম টেনে ধরার পথ তৈরি করেন রংপুরের ইংলিশ খেলোয়াড় রবি বোপারা। ৭টি করে চার ও ছক্কায় মাত্র ৩৫ বলে ৭৮ রান করেন রঞ্চি। ১৭ বলে ২০ রান করে আউট হন মুনাবীরা।
রঞ্চি ও মুনাবীরার আউটের পর শেষের ৫৮ বল থেকে মাত্র ৫৩ রান যোগ করতে পারে চিটাগং। এজন্য বাহ্বা পাওয়ার যোগ্য রংপুরের বোলাররা। বিশেষভাবে রংপুরের মালিঙ্গা। স্লগ ওভারে ২ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। শেষ দিকে চিটাগং-এর মিসবাহ উল হক ৩২ বলে অপরাজিত ৩১ ও আনামুল হক ১৪ বলে অপরাজিত ১৭ রান করেন। রংপুরের বোপারা ২টি উইকেট নেন।
রঞ্চি ও মুনাবীরার আউটের পর শেষের ৫৮ বল থেকে মাত্র ৫৩ রান যোগ করতে পারে চিটাগং। এজন্য বাহ্বা পাওয়ার যোগ্য রংপুরের বোলাররা। বিশেষভাবে রংপুরের মালিঙ্গা। স্লগ ওভারে ২ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। শেষ দিকে চিটাগং-এর মিসবাহ উল হক ৩২ বলে অপরাজিত ৩১ ও আনামুল হক ১৪ বলে অপরাজিত ১৭ রান করেন। রংপুরের বোপারা ২টি উইকেট নেন।
Comments
Post a Comment