বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের প্রিয় পোশাক শাড়ি। যেকোনো পার্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা ছবির প্রচারণায় শাড়ি এই নায়িকার প্রথম পছন্দ। আধুনিক ও ঐতিহ্যবাহী দুই ধরনের সাজেই দেখা মেলে তাঁর। কিন্তু কাতান বা বেনারসি গায়ে জড়ালে এই সুন্দরীর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। দীপিকাকে সবচেয়ে বেশি দেখা যায় লাল, সাদা আর কালো রঙের শাড়িতে। আঞ্জু মোদি, সব্যসাচী মুখার্জি আর সঞ্জয় গার্গ এই তারকার পছন্দের কয়েকজন ফ্যাশন ডিজাইনার। নানা সময় দীপিকার এই শাড়ি পড়া ছবিগুলো ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

Comments
Post a Comment