বিজয়ের মাস ডিসেম্বরের সূচনালগ্নে বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বিজয় শিখা প্রজ্বলন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১ মিনিটে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে কনস্যুলেট ও প্রবাসী কমিউনিটির উদ্যোগে বিজয় শিখা প্রজ্বলন করা হয়।
জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন শিখা প্রজ্বলন উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, প্রথম সচিব মোহাম্মদ কামরুজ্জামান, কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাংলাদেশি সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা।শিখা প্রজ্বলন শেষে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গানসহ জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ ও বেশ কিছু দেশাত্মবোধক সংগীতের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment