Skip to main content

লিটনই গড়ে দিলেন পার্থক্য

নিয়মরক্ষার ম্যাচ। তাই যেন নিয়ম মেনেই খেলল দুই দল। প্রথম তিন ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করা সিলেট সিক্সার্স পরে যেন জয় শব্দটাই ভুলে গিয়েছিল। আর সবাইকে চমকে দিয়ে দুই ম্যাচ হাতে রেখে শীর্ষে চলে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্লে-অফের আগের সর্বশেষ ম্যাচেও তাই নিয়ম মেনে জিতল কুমিল্লা। নিজেদের শেষ ম্যাচে সিলেটের হার ২৫ রানের।
কোয়ালিফায়ারের আগে অধিনায়ককে বিশ্রাম দিয়েছে কুমিল্লা। তামিম ইকবালের বদলে ওপেনিংয়ে নামা জশ বাটলার মাত্র ৩ রান করেছেন। ইমরুল কায়েসও পাততাড়ি গুটিয়েছেন ৭ রানে। তবু ১৫ ওভার শেষ হওয়ার আগে কুমিল্লার রান ১২০ ছুঁয়েছে। কারণ, মারলন স্যামুয়েলসকে নিয়ে ইনিংস গড়ার দায়িত্বটা বুঝে নিয়েছিলেন লিটন দাস। মিরপুরের এই উইকেটেও ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন। ৪৩ বলে ৬৫ রান করে দলকে নিরাপদ স্কোরে পৌঁছে দিয়েছেন। ম্যাচে দুই দলের মাঝে ব্যবধান ছিল লিটনের এই ইনিংসটিই।
১৫তম ওভারের শেষ বলে যখন আউট হলেন লিটন, কুমিল্লার স্কোর তখনই ১২০। সেটা পরের ৫ ওভারে আরও ৫০ বেড়েছে স্যামুয়েলস (৪৩ বলে ৫৫) ও শোয়েব মালিকের (১৮ বলে ২৮*) সুবাদে।
১৭১ রানের লক্ষ্যে নামা সিলেট রান তাড়ার দৌড়ে ছিল না কখনোই। একমাত্র সাব্বির রহমানই যা একটু তাগাদা দেখিয়েছেন। কিন্তু ২০ বলে ৩১ রানের ইনিংসটা প্রয়োজনের তুলনায় বড্ড কম ছিল। সিলেটের টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। পারেননি বল ও রানের সমীকরণটা মেলাতেও। নিয়মিত বিরতিতে উইকেট হারানো সিলেট ৮৩ রানেই পঞ্চম উইকেট হারিয়ে ফেলে। শেষ ৫ ওভারে ৪৭ রান তুলেও তাই আর কোনো লাভ হয়নি সিলেটের। সিক্সার্সদের শুরুতে যে একজন লিটন ছিলেন না।

Comments

Popular posts from this blog

Category «পরকিয়া চোদন কাহিনী

Bangla choti golpo রবির বয়স তখন ১৫ যখন সে কমলা আর ওর স্বামীর সাথে ওদের গ্রামের বাড়িতে থাকতে আসে।রবির বাবা-মা দুজনেই একটা দুর্ঘটনাতে মারা যান।ওদের বাড়িতে আগুন লাগে ,guda agun সেই আগুনে ওদের গোটা বাড়ি আর ওনারা জ্বলে ছাই হয়ে যান।কমলার বোন ছিল রবির মা।একমাত্র পরিবার বলতে কমলা choti মাসিই,তাই সে ওদের কাছে চলে আসে।jotil bangla choti শুরুর দিকে রবি একদম চুপচাপ থাকত,নিজের মনেই খেলা করত, কারো সাথে সেমন কথা বলতো না।পরিবারের শোকে তো এরকমই হওয়ার কথা,নিজের বাড়ির কথা হয়তো ওর খুব মনে পড়তো। রবির ১৭ বছর এর জন্মদিনের এক সপ্তাহের মাথায় কমলার স্বামী রাকেশ মারা যায়।মাঠে লাঙ্গল চালাতে গিয়ে একটা আঘাতে ওনার মৃত্যু হয়।হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে প্রাণ হারায়।কমলা তখন ৩২ বছরের যুবতি বিধবা, এমনকি রবির মন থেকেও আগের শোকটা মুছে যায়নি। কমলার ভাগ্য ভালো যে রবি তখন তার কাছে ছিলো তাই তাকে তার জমি জায়গা হারাতে হয়নি।তার গড়ন ভালো ছিলো,চাষেবাসে মনও তার ছিলো,সারা বছরের ফসলে তাদের গুজরান হয়ে যেত।বাড়ন্ত বয়েসে খাটাখাটুনির জন্য আরো পেটানো হয়ে যায় রবির শরীর,পেশিতে দৃঢ় তার বাহু।আঠারো বছর পেরিয়ে তাগড...

কী ঘটেছিল খেলার শেষ মুহূর্তে?

ম্যাচের শেষ ওভারে পরপর দুটি বাউন্সার। অথচ নো বল দেননি আম্পায়ার! পরে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে জানা গেল, লেগ আম্পায়ার নো দিতে গিয়েও দেননি! ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান পাননি। বাংলাদেশ দল এটিকে ‘পক্ষপাতমূলক’ আম্পায়ারিং হিসেবে ধরে নিয়ে এর তীব্র প্রতিবাদ জানায়। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তো সতীর্থদের মাঠ থেকেই বেরিয়ে আসার ইঙ্গিত দেন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না। কী এমন হয়েছিল যে বাংলাদেশের ক্রিকেটাররা উত্তেজিত হয়ে পড়লেন! টিম হোটেলে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সেই সময়ের একটা চিত্রনাট্য দাঁড় করিয়েছেন এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করা  প্রথম আলো র প্রতিনিধি  রানা আব্বাস ... মাহমুদউল্লাহ (লেগ আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগেকে):  স্যার, এটা কেন নো বল নয়? পরপর দুটি বাউন্সার দিল! পরেরটার উচ্চতা আরও বেশি ছিল...। (দুই আম্পায়ার কথা বলছেন মাহমুদউল্লাহর সঙ্গে। গ্যাটোরেড হাতে ব্যাটসম্যানদের কাছে এলেন একাদশের বাইরে থাকা নুরুল হাসান। এ সময় থিসারা পেরেরা সিংহলিজ ভাষায় কিছু বললেন আম্পায়ারদের।) থিসারা (মাহমুদউল্লাহ...

রোনালদো জিতবেন ব্যালন ডি’অর, নাইকির আর সইছে না তর!

প্যারিসের আইফেল টাওয়ারে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। কে জিতবেন ‘ফ্রান্স ফুটবল’-এর এবারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার? স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ আগেই জানিয়েছে, ব্যালন ডি’অর-জয়ীর নাম ফাঁস হয়ে গেছে! ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকিও জানে সেই বিজয়ীর নাম। আর তাই এবারের বর্ষসেরা খেলোয়াড়টির অর্জনের স্মারক হিসেবে নাইকি সীমিতসংখ্যক বুট তৈরি করেছে, যার নাম ‘কুইন্টো ট্রাইয়ুনফো’, মানে ‘পঞ্চম সাফল্যে বিশেষ সংস্করণ’। বোঝাই যাচ্ছে, পুরস্কারটি কার হাতে উঠতে যাচ্ছে। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে ট্রফির সংখ্যা যাদের জানা, তাদের এটা সহজেই বোঝার কথা। মেসি ইতিমধ্যেই পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। রোনালদো আজ আইফেল টাওয়ারের ওপর দাঁড়িয়ে ডেভিড জিনোলার হাত থেকে ট্রফিটা পেলে চিরপ্রতিদ্বন্দ্বীর পাশে বসবেন। ইউরোপের সংবাদমাধ্যম কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়েছে, এবার ট্রফিটা রোনালদোর হাতেই উঠছে। নাইকির বিশেষ সংস্করণের বুট সংবাদমাধ্যমের এই নিদানের ভিত্তিকে আরও শক্ত করল। নাইকির সঙ্গে স্পনসর চুক্তি রয়েছে রোনালদোর। রিয়াল মা...